রবিবার, ৪ অক্টোবর ২০২০

নারীবান্ধব বাসের সিট

Home Page » বিবিধ » নারীবান্ধব বাসের সিট
রবিবার, ৪ অক্টোবর ২০২০



ফাইল ছবি
মিজানুর রহমান শাকিল;প্রতিনিধি; বঙ্গনিউজঃসম্প্রতি কুমিল্লা থেকে ঢাকা রুটে চালু হয়েছে এমন নারীবান্ধব বাস,বাস মালিকের প্রশংসনীয় এমন উদ্যোগে সামাজিক দূরত্ব বজায় থাকবে এবং নারী যাত্রীরাও হয়রানি থেকে বাঁঁচবে।,বাসের সিট ব্যবস্থা সন্তুষ্ট করতে পেরেছে নারীদেরকে, এমন সিট ব্যবস্থা সহকারে বাস ঢাকার সকল লোকাল বাসে সহ বাংলাদেশের সকল রুটে যেন চালু হয় সকল মানুষের প্রত্যাশা, এমন সিট ব্যবস্থা চালু হলে সকল বাসে যাত্রীদের যাতায়াত হবে আরও আনন্দময় এবং সুখকর অনেকাংশেই ইভটিজিং এবং যৌন হয়রানি থেকে রেহাই পাবে নারীরা, পাশের সিটে বসে অনেক সময় ছিনতাইকারীরা যাত্রীদেরকে কিছু খাইয়ে সকল জিনিস টাকা পয়সা লুট করে নেয়, এমন ঝামেলা থেকে যাত্রীরা এখন সম্পূর্ণ মুক্ত থেকে নিরাপদ ভ্রমণ করতে পারবেন, একজন যাত্রী বঙ্গ নিউজকে জানিয়েছেন এমন
সিট ব্যাবস্থা যুক্ত বাসে ভ্রমণ করে তিনি সত্যিই মুগ্ধ ,
ওই যাত্রী অনুরোধ করেছেন সকল বাস মালিক যেনো এরকম বাস চালুর ব্যাবস্থা করেন এবং সরকারও যেনো এ ব্যাপারে সজাগ দৃষ্টি রাখে।রয়েল এসি বাস, ঢাকা - কুমিল্লা।

বাংলাদেশ সময়: ০:৫২:৫৯   ১২৯১ বার পঠিত   #  #