শনিবার, ৩ অক্টোবর ২০২০
সাগরের নিম্নচাপ সংক্রান্ত পূর্বাভাস
Home Page » প্রথমপাতা » সাগরের নিম্নচাপ সংক্রান্ত পূর্বাভাসউত্তরপশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন দক্ষিণ উড়িষ্যা উপকূলে নিম্নচাপটি অবস্থান করছে। এর দরুন পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে আর্দ্রবায়ু প্রবেশ করছে, যা ঘনীভূত হয়েই এই বজ্রগর্ভ মেঘ সৃষ্টি করছে।সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী নিম্নচাপটি আগামী ৪ - ৫ দিন উড়িষ্যা এবং তৎসংলগ্ন অন্ধ্রপ্রদেশ উপকূলের মধ্যেই ঘোরাফেরা করবে। এটির শক্তি বৃদ্ধি হওয়ার সম্ভাবনা নেই।নিম্নচাপের প্রভাবে আগামী ৮ই অক্টোবর পর্যন্ত পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের ৫০ - ৭৫% অঞ্চলে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত চলবে এবং কোথাও কোথাও স্থানীয়ভাবে তীব্র বজ্রপাতসহ ভারী থেকে অতিভারী বৃষ্টিও হতে পারে। উপকূলীয় অঞ্চলে সর্বোচ্চ ৩০ - ৪০ কিমি/ঘন্টা বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, তবে অভ্যন্তরের জেলাগুলিতে ঝোড়ো হাওয়ার বিশেষ কোনো প্রভাব থাকবে না। আগামী ৫ দিনে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও কোচবিহার জেলাতে এবং বাংলাদেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে।পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মৎস্যজীবীদেরকে আগামী ৩ দিন গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে।আগামী ৯ - ১১ই অক্টোবরের মধ্যে বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে অথবা দক্ষিণ চীন সাগর থেকে ভিয়েতনাম, থাইল্যান্ড উপসাগর ও মায়ানমার হয়ে বঙ্গোপসাগরে এসে অবস্থান করতে পারে। সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী নিম্নচাপটির গভীর নিম্নচাপে পরিণত হওয়ার ৪০% সম্ভাবনা রয়েছে এবং ঝঞ্ঝাটি দক্ষিণ উড়িষ্যা/উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়তে পারে।
বাংলাদেশ সময়: ১৭:২১:৩৪ ৫৯২ বার পঠিত #দক্ষিণ উড়িষ্যা #নিম্নচাপ #বঙ্গোপসাগর