শনিবার, ৩ অক্টোবর ২০২০

আন্তর্জাতিকভাবে কোভিড-১৯ টিকার পরীক্ষাগার হলো আইসিডিডিআর,বি।

Home Page » জাতীয় » আন্তর্জাতিকভাবে কোভিড-১৯ টিকার পরীক্ষাগার হলো আইসিডিডিআর,বি।
শনিবার, ৩ অক্টোবর ২০২০



 ফাইল ছবি

বঙ্গনিউজঃ আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ(আইসিডিডিআর,বি) কোভিড-১৯ টিকার কেন্দ্রীয় নেটওয়ার্কের কাজ করার জন্য বিশ্বজুড়ে পাঁচটি পরীক্ষাগারের মধ্যে একটি হিসেবে নির্বাচিত হয়েছে। মহামারি প্রস্তুতি উদ্ভাবন জোট (সিইপিআই) শুক্রবার কোভিড-১৯ টিকা প্রার্থীদের কাছ থেকে পাওয়া প্রতিরোধ বিষয়ক প্রতিক্রিয়া নির্ভরযোগ্যভাবে মূল্যায়ন ও তুলনার লক্ষ্যে বিশ্বব্যাপী একটি কেন্দ্রীয় নেটওয়ার্ক গড়ে তোলার জন্য পাঁচটি ক্লিনিক্যাল স্যাম্পল টেস্টিং পরীক্ষাগারে সঙ্গে অংশীদারিত্বের ঘোষণা করেছে।

প্রাথমিকভাবে এই নেটওয়ার্কের জন্য নির্বাচিত পরীক্ষাগারগুলো হলো- নেপেলিস (কানাডা) এবং পাবলিক হেলথ, যুক্তরাজ্য (পিএইচই, ইউকে); ভিসমেডিরিশ্রল (ইতালি), ভাইরোক্লিনিপ-ডিডিএল (নেদারল্যান্ডস), আইসিডিডিআর,বি (বাংলাদেশ) এবং ট্রানস্লেশনাল হেলথ সায়েন্স অ্যান্ড টেকনোলজিক্যাল ইনস্টিটিউট (টিএইচএসটিআই, ভারত)।

আইসিডিডিআর,বির নির্বাহী পরিচালক অধ্যাপক জন ডি ক্লেমেনস বলেন, কেন্দ্রীয় পরীক্ষাগার নেটওয়ার্ক স্থাপনের জন্য আমরা সিইপিআইর প্রচেষ্টার প্রশংসা করি এবং টিকা মূল্যায়নে কয়েক দশকের অভিজ্ঞতা সম্পন্ন একটি সংস্থা হিসেবে আমরা নেটওয়ার্কটিতে অবদান রাখতে আগ্রহী। নেটওয়ার্কটি পরীক্ষার জন্য একই রিএজেন্ট ব্যবহার করবে যা নেপেলিস এবং পিএইচইর ল্যাবের তৈরি এবং একাধিক কোভিড-১৯ টিকা প্রার্থীদের প্রতিরোধ ক্ষমতা পরিমাপ করার জন্য সাধারণ প্রটোকল অনুসরণ করে।

বাংলাদেশ সময়: ১০:৫৭:১৫   ৪৪০ বার পঠিত   #  #  #