শুক্রবার, ২ অক্টোবর ২০২০
ভাঙ্গায় কেন্দ্রীয় যুবলীগ নেতার মায়ের উদ্দেশ্যে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
Home Page » প্রথমপাতা » ভাঙ্গায় কেন্দ্রীয় যুবলীগ নেতার মায়ের উদ্দেশ্যে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
ব্যুরো চিফ, ফরিদপুরঃ
ফরিদপুরের ভাঙ্গায় আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সদস্য এম হক বাবুর গর্ভধারিনী মাতা মিসেস রেখা হকের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ আসর এক হাজার এতিমের অংশ গ্রহণে ভাঙ্গা ও ঢাকায় বিভিন্ন মাদ্রাসা, মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
মিসেস রেখা হক ভাঙ্গা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ভাঙ্গা বাজার বণিক সমিতির সভাপতি শহিদুল হক মিরুর স্ত্রী ছিলেন।
উল্লেখ্য, ঢাকার আয়শা মেমোরিয়াল হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ২৫ সেপ্টেম্বর (শুক্রবার) সন্ধ্যা ৬ টায় মিসেস রেখা হক পরলোকগমন করেন। শনিবার ভাঙ্গা ঈদগাহ মাদ্রাসা সংলগ্ন গোরস্থানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।
বাংলাদেশ সময়: ১৯:১৬:১৮ ৬৭৯ বার পঠিত #আওয়ামী যুবলীগ #এম হক বাবু #ফরিদপুর #ভাঙ্গা