শুক্রবার, ২ অক্টোবর ২০২০

–ঃশিকড়ঃ– মোঃআজিজুল হক

Home Page » সাহিত্য » –ঃশিকড়ঃ– মোঃআজিজুল হক
শুক্রবার, ২ অক্টোবর ২০২০



আজিজুল হক

একদিন –
এখানেই ছিল মোর শিকড়,
এ যে আমার পিতামহ,প্রপিতামহ
বাপ দাদার ভিটে।
এইতো এখানে –
উঠোনের পাশে ছিল
একটি বাতাবী নেবুর চারা,
পুকুরের দক্ষিণ পাড়ে ছিল
তাল নারকেলের গাছ সারি সারি;
ঘন আম বাগানে ঐ পশ্চিম পাড় গিয়েছিল ছাড়ি।
ওইতো– উত্তর দিকে
নদী তীরে ছিল বুনো ঝাউ,শিমুল, ঘন বাঁশঝাড়,
আর-ঐ শশ্মানের পাশে ছিল
জটাধারী বিশাল বট বৃক্ষ;
নানা পার্বণে যার তলা,
মুখর থাকতো সারা বেলা।
এইতো এখানে ছিল ঢেঁকি শাল
রাতভর ভানা হতো ধান,
ওইতো– ঐকুয়োতলায়
ডালিম গাছের শাখে
একটি ছোট্ট টুনটুনি করতো গান;
নেচে গেয়ে সবার কেড়ে নিত প্রাণ!
আট চালার বৈঠকখানার পাশে
ঐখানে ছিল বকুল তলা,
গোলাঘর ঘেষে ছিল
কাঠাঁলী চাঁপা আর রক্তকরবী ;
জুঁই কামিনী হাস্নাহেনা
সারা বছর ছড়াতো কত সুরভি!
কোথায় হারিয়ে গিয়েছে আজ?
বিশাল কজল দিঘির কালো জল,
শুধু শেওলায় ভরা শান বাঁধানো ঘাট যেন
হারিয়ে যাওয়া অতীতের স্মৃতির ফসল।
এ বাড়ির প্রতিটি ইট-কাঠ, কড়ি বর্গায়
প্রতিটি ধুলি কণায় জড়িয়ে রয়েছে
আমার দুরন্ত শৈশব, স্মৃতিময় কৈশোর
আর স্বপ্নীল জীবনের কিয়দংশ।
এখানে জমি-জিরাত পুকুর ছিল
এখানে পাখির কূজন ছিল,
এখানে স্বপ্নের ভূবন ছিল
এখানে ছিল রক্তের বাঁধন, স্নেহ-মমতা,প্রীতি,
এখানে ছিল জীবনের গন্ধ, হারিয়ে যাওয়া সোনালীস্মৃতি!
তারপর একদিন –
কোনো হায়ানার ছোবল,আর পিশাচের থাবায়
ছেড়ে যেতে হয়েছে, এ মাটি,এ শিকড়।
ছেড়ে যেতে হয়েছে নাড়ির টান
স্মৃতিময় সেই সব কায়া,
ছেড়ে যেতে হয়েছে এ দেশের
আলো-বাতাস, মাটির মায়া!
এতকাল এত বছর পড়ে
এখনও মনে হয়, সেতো আগের মতোই আছে,
অথচ কিছুই নেই,যেন স্বপ্নের ঘোর ;
তাই দুঃসহ জীবনের ধূসর স্মৃতি নিয়ে
আজও খুঁজে বেড়াই মোর জীবনের হারানো শিকড়।

প্রতীকি ছবি-সান বাঁধানো ঘাট

বাংলাদেশ সময়: ৯:২৬:৫০   ১৩৫১ বার পঠিত   #  #  #