বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২০
আরেক দফায় বাড়লো শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি
Home Page » জাতীয় » আরেক দফায় বাড়লো শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি
বঙ্গনিউজঃকরোনাভাইরাস সংক্রমণের কারণে শিক্ষা প্রতিষ্ঠানে থাকা ছুটি বাড়লো আরেক দফা। এ দফায় আগামী ৩১ অক্টোবর পর্যন্ত ছুটি বাড়িয়েছে সরকার। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বিশ্বব্যাপী চলমান মহামারী করোনার কারণে দেশের শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ৩১ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।ছুটি যে বাড়ছে এ ব্যাপারে গতকাল বুধবারই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শিক্ষা বিষয়ক সাংবাদিকদের সঙ্গে ভার্চুয়াল এক সভায় শিক্ষামন্ত্রী বলেন, বর্তমানে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার মতো পরিস্থিতি তৈরি হয়নি। শিক্ষার্থীদের ঝুঁকির মধ্যে না ফেলতে ছুটি আরো বাড়ানো হবে।
সারাদেশের কওমী মাদ্রাসা ছাড়া বাকি সব শিক্ষাপ্রতিষ্ঠানে এর আগে সর্বশেষ ৩ অক্টোবর পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়। শিক্ষার্থীদের কোনো ধরণের ঝুঁকির মধ্যে না ফেলতে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হয়।
বাংলাদেশ সময়: ১৬:৪০:০২ ৫৬৪ বার পঠিত #কওমী মাদ্রাসা #করোনাভাইরাস #শিক্ষা প্রতিষ্ঠান