বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২০

কার জন্য এ হ্নদয় পুড়ে?-শাহানা জাহান সিদ্দীকা

Home Page » সাহিত্য » কার জন্য এ হ্নদয় পুড়ে?-শাহানা জাহান সিদ্দীকা
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২০



 ফাইল ছবি-নীলা রায়

অর্ধেক জীবন তো কাটিয়ে দিলাম অভিযোগ আর অনুযোগে!
কার জন্য এ হ্নদয় পুড়ে?
যে প্রেমিক নীলে ভাসবে বলে বছর ধরে প্রেম সুধার বাঁশি বাজাল!
সেই প্রেমিক ঋতুস্রাবে বিমর্ষিত প্রেমিকার যোনিতে নিজের পুরুষত্বের প্রমাণ দিল।
তারপর অশান্ত পুরুষত্ব গলায় বুকে নিতম্বে ছুড়ির দাগে ভালবাসার নাম লিখে দিল।
ভেবেছিলাম প্রিয়তমার রক্তাক্ত দেহের ওপর আত্মহননে লুটিয়ে পড়বে।

রচিত হবে রোমিও জুলিয়েটের পূর্নবার মঞ্চায়ন।
আহা প্রেমিক! বিশ্ব প্রেমিক তুমি সীমারের মত খন্জর হাতে ছুটে চল.. অবিরাম নীলার খোঁজে!
আমরা প্রেমিক খুঁজি রোমিও কায়েস ফরহাদ!
আমাদের অভিযোগ আর অনুযোগে খুঁজি কি প্রেমিক?
নীলার প্রেমে অন্ধ প্রেমিক? যার এক হাতে শুধু অদৃশ্য খন্জর অন্যহাতে সুবাসিত গোলাপ রজনীগন্ধা!

শাহানা জাহান সিদ্দীকা

বাংলাদেশ সময়: ২০:১৩:০৫   ৮০৯ বার পঠিত   #  #  #  #