মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০

প্রকাশিত হলো স্বপ্নছায়া ফাউন্ডেশন প্রেজেন্ট”পাবলিকিয়ান ট্যালেন্ট প্রতিযোগিতা” সিজন-১ এর ফলাফল

Home Page » বিবিধ » প্রকাশিত হলো স্বপ্নছায়া ফাউন্ডেশন প্রেজেন্ট”পাবলিকিয়ান ট্যালেন্ট প্রতিযোগিতা” সিজন-১ এর ফলাফল
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০



 

বিজয়ী মুখ

প্রকাশিত হলো স্বপ্নছায়া ফাউন্ডেশন প্রেজেন্ট”পাবলিকিয়ান ট্যালেন্ট প্রতিযোগিতা” সিজন-১ এর ফলাফল।ফেসবুক ভিত্তিক বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জনপ্রিয় গ্রুপ ‘পাবলিকিয়ান পরিবার’ এর আয়োজনে গত ৩/০৯/২০২০ থেকে ১৭/০৯/২০২০ পর্যন্ত এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।যেখানে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহনের সুযোগ পান।

 

প্রতিযোগিতা মোট ৮ টি ক্যাটাগরি রাখা হয় এবং ৮ ক্যাটাগরি থেকে ২২ জন কে বিজয়ী ঘোষণা করা হয়।

  • আর্ট ক‍্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেছেন আবু জার গিফারী(সেশনঃ২০১৯-২০,হাবিপ্রবি),দ্বিতীয় স্থান অর্জন করেছেন জান্নাতুল ফেরদৌস মিম(সেশনঃ২০১৬-১৭,জবি), তৃতীয় স্থান অর্জন করেছেন খাইরুন নাহার মীম(সেশনঃ২০১৬-১৭,জবি) এবং চতুর্থ স্থান অর্জন করেছেন অনুপ সরকার(সেশনঃ২০১৫-১৬,ঢাবি)।
  • গান ক‍্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেছেন মাহবুবা শারমিন(সেশনঃ২০১৬-১৭,নোবিপ্রবি), দ্বিতীয় স্থান অর্জন করেছেন রওশন জাহান সৌরভী(সেশনঃ২০১৮-১৯,খুবি) এবং তৃতীয় স্থান অর্জন করেছেন নিশাত নিগার নিশি(সেশনঃ২০১৪-১৫,জাককানইবি)।
  • নাচ ক‍্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেছেন
    ইশতিয়াক আহমেদ আল মাহাদি(সেশনঃ২০১৬-১৭,শাবিপ্রবি),২য় স্থান অর্জন করেছেন জয়িতা কর(সেশনঃ২০১৬-১৭,জবি) এবং তৃতীয় স্থান অর্জন করেছেন আশরাফুল খান(সেশন-২০১৯-২০,পাবিপ্রবি)
  • আবৃত্তি ক‍্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেছেন তানজিনা তাবাচ্ছুম (সেশনঃ২০১৮-১৯,নোবিপ্রবি), দ্বিতীয় স্থান অর্জন করেছেন এসকে ফয়সাল আহমেদ(সেশনঃ২০১৬-১৭,নোবিপ্রবি), তৃতীয় স্থান অর্জন করেছেন রিহানুর জান্নাত রিয়া(সেশনঃ২০১৯-২০,পবিপ্রবি)।
    • ছোটগল্প ক‍্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেছেন মোঃ মজিদুল ইসলাম(সেশনঃ২০১৯-২০,ইবি)এবং দ্বিতীয় স্থান অর্জন করেছেন মোঃ আল-আমিন শাহরিয়ার(সেশনঃ২০১৯-২০,রাবি)
  • অভিনয় ক‍্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেছেন শায়লা সুলতানা
    (সেশনঃ২০১৮-২০১৯,জবি) এবং২য় স্থান অর্জন করেছেন আরমান হাবীব(সেশনঃ২০১৯-২০২০,বাকৃবি)।
  • কবিতা ক‍্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেছেন মেহরাব হোসেন সৈকত(সেশনঃ২০১৯-২০,রাবি) এবং দ্বিতীয় স্থান অর্জন করেছেন তাজুল ইসলাম তাজ(সেশনঃ২০১৬-১৭,জাবি)।
  • অন‍্যান‍্য ক‍্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেছেন নাহিদুল ইসলাম(সেশনঃ২০১৮-১৯,ঢাবি),দ্বিতীয় স্থান অর্জন করেছেন বুলবুল মাহমুদ(সেশনঃ২০১৬-১৭,রাবি) এবং তৃতীয় স্থান অর্জন করেছেন নিশাত তাসনিম(সেশনঃ২০১৯-২০,রাবি)।

উল্লেখ্য “পাবলিকিয়ান পরিবার”  গ্রুপের ফাউন্ডার মোঃ রফিকুল ইসলাম এবং এডমিন প্যানেলের মোঃ রায়হান, নাইমুর রহমান,আশরাফুল ইসলাম, সানজিদা রহমান,অন্বেষা অনু, সৌরভ, জামির হোসাইন সহ  সকলে জানিয়েছেন যে,”তারা উপযুক্ত স্পন্সর নিয়ে শীগ্রইসিজন-২ শুরু করতে যাচ্ছে”।

এই প্রতিযোগিতার বিজয়ীদের পাবলিকিয়ান পরিবারের পক্ষ থেকে এবং স্বপ্নছায়া ফাউন্ডেশন এর সার্বিক সহযোগিতায় গিফ্ট এবং সার্টিফিকেট কুরিয়ার মাধ্যমে প্রদান করা হবে।

বাংলাদেশ সময়: ১৯:৪৮:৪৬   ৯১৮ বার পঠিত   #  #