সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২০
তোমার জন্মদিনে-রাধাবল্লভ রায়
Home Page » সাহিত্য » তোমার জন্মদিনে-রাধাবল্লভ রায়হে দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
বাঙ্গালি জাতির প্রাণ,
ধন্য পিতার ধন্যি কন্যা তুমি
দেশ বরেণ্য সন্তান।
পিতা তব জাতির জনক
বাঙ্গালি জাতির মুক্তিদাতা,
বিশ্বাসঘাতক হায়েনার দল
যাঁরে সপরিবারে করল হত্যা।
উনিশশ পঁচাত্তর পনরই আগস্ট
হল নাটকের পট পরিবর্তন-
নবজাত গণতন্ত্রের হল গণকবর
শুরু হল নিরব ক্রন্দন।
হতভাগ্য বাঙ্গালি পেল
পরোক্ষ পরাধীনতা,
জাতির অন্তরে অনল জ্বলে
কে শুধাবে শান্তির বারতা!
সেই নৃশংস হত্যাযজ্ঞে ছিলে বিদেশে
আমরা ভাগ্যবান-
জাতির দুর্দিনে তোমারই কল্যাণে
আবারও পেয়েছি পরিত্রান।
একুশ বছর পরে মমতাময়ী মা রূপে
তোমার আবির্ভাব,
গণতন্ত্রের মানসকন্যা বুঝতে পেরেছো
সন্তানতূল্য বাঙ্গালির দুঃখ - সন্তাপ।
নিজের জীবন তুচ্ছ করে
করিলে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা-
দেশের উন্নয়নে জনকল্যাণে হয়েছো ব্রতী
প্রমাণিত তোমার সত্য-ন্যায়-নিষ্ঠা।
হে জননেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী
আমরা দীনহীন-
তোমার জন্মদিনে জানাই,
তোমাকে গভীর শ্রদ্ধা-
‘শুভজন্মদিন’।
বাংলাদেশ সময়: ২০:২৫:৩৩ ১১৪৬ বার পঠিত # #আধুনিক বাংলা কবিতা #বাংলা কবিতা #রাধা বল্লভ রায়ের কবিতা