রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২০

সম্প্রীতির পাহাড়ে- রনজিত চাঙমা

Home Page » সাহিত্য » সম্প্রীতির পাহাড়ে- রনজিত চাঙমা
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২০



রনজিত চাঙমা

যখন একজন মানুষ অন্য এক জনকে আপন ভাবে
জাতপাতের বিচার কখনই আনে না মনে,
সুখে দুঃখে পাশে থাকে মানবতার জয়গানে অবিচল
ধর্ম জাত গোত্র ভেদাভেদ নাহি থাকে সম্প্রীতির বন্ধনে।
নিঃখাদ সম্প্রীতি পাহাড়ে ছিল,সেই অনেক বছর আগে
বাঙালীরা ভাটিয়ালীর গান গেয়ে নৌকা বাইতো নদীতে,
যেখানে রাত হয় সেখানে নৌকা বেঁধে ঘুমাতো নির্ভয়ে,
গরুর গাড়ীতেও তারা মাল বহন করতো সারাটি রাতে।
চুরি ডাকাতির ভয় একটুও ছিল না তখন তাদের মনে
কারন তারা পাহাড়ীদের সরলতা ভাল করে জানে,
আত্মীয়ের মতো উঠাবসা খাওয়া দাওয়া ছিল নিবির,
মায়া মমতা ভালবাসার বন্ধন ছিল মানুষত্ব জ্ঞানে।
ছোট্ট বেলায় কত যে নৌকা ঠেলেছি তাদের সাথে
যখন আটকে যেতো নৌকাগুলো নদীর চরে,
কত যে বাঁকীতে সওদা করতো পাহাড়ীরা সারাটি বছর
হিসাবের খাতা যেতো ভরে,দিয়ে দেয় সব বছর শেষে।
“বাঁকী চাহিয়া লজ্জা দিবেন না” এমন কথা তখন কোথাও লিখা হতো না,বিশ্বাস সম্প্রীতির মুল্য ছিল তাই,
কিন্তু আপসোস! সম্প্রীতির পাহাড়ে আজ সম্প্রীতির
খেলায় পাহাড়ী বাঙ্গালী কারোর মনে শান্তি আর নাই। অবিশ্বাস হিংসা লোভ উগ্র জাতীয়তাবাদের উত্থানে
প্রকৃতিও আজ কাঁদে নীরবে অসহ্য বেদনায়,
আশা নিরাশা হতাশার দ্বন্দে আর কতকাল পাহাড়ে
মনুষত্ব বিবেক ভুলুন্ঠিত হবে সম্প্রীতির এ ধারায়?
(২৬/৯/২০২০ইং)

&&&&&&&&&

বাংলাদেশ সময়: ২০:৪৯:৩৮   ৭৪২ বার পঠিত   #  #  #  #