শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২০

ভাঙ্গায় যুবলীগ নেতার মায়ের পরলোকগমন, কাজী জাফরউল্লাহ্’র শোক প্রকাশ

Home Page » প্রথমপাতা » ভাঙ্গায় যুবলীগ নেতার মায়ের পরলোকগমন, কাজী জাফরউল্লাহ্’র শোক প্রকাশ
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২০



নামাজে জানাজা
ব্যুরো চিফ, ফরিদপুরঃ

ফরিদপুরের ভাঙ্গায় আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সদস্য এম হক বাবুর গর্ভধারিনী মাতা মিসেস রেখা হক (৬০) পরলোকগমন করেছেন। শনিবার বাদ যোহর ভাঙ্গা ঈদগাহ মাদ্রাসা ময়দানে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এ ঘটনায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার কাজী জাফরউল্লাহ্ শোক প্রকাশ করেছেন।
মিসেস রেখা হক ভাঙ্গা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ভাঙ্গা বাজার বণিক সমিতির সভাপতি শহিদুল হক মিরুর স্ত্রী।
পারিবারিক সুত্রে জানা যায়, কিছুদিন পূর্বে মূত্রথলিতে ক্যান্সার ধরা পড়লে তাকে চিকিৎসা প্রদান করা হয়। গত ২৮ আগস্ট তাকে অস্ত্রপচার (টিআরভিটি) করা হলে তিনি কিছুটা সুস্থ্য হন। এরপর গত ২৩ সেপ্টেম্বর বিকেলে তিনি পূনরায় অসুস্থ্য হলে ঢাকার আয়শা মেমোরিয়াল হসপিটালে ভর্তি করা হয়। শুক্রবার সন্ধ্যা ৬ টায় তিনি হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমন করেন। মৃত্যুকালে তিনি স্বামী, দুই ছেলে, দুই মেয়ে, নাতী-নাতনী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
দেশবাসী সহ সকলের কাছে মায়ের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া চেয়েছেন আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সদস্য এম হক বাবু।

বাংলাদেশ সময়: ১৮:২২:০১   ৭৮৬ বার পঠিত   #  #  #  #  #