শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২০

বর্তমান সমাজের সন্তানকে সঠিকভাবে বিবেচনা করুন - মেহরাজ অমি

Home Page » মুক্তমত » বর্তমান সমাজের সন্তানকে সঠিকভাবে বিবেচনা করুন - মেহরাজ অমি
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২০



ফাইল ছবি
তথাকথিত আধুনিক সমাজ ব্যাবস্থা নিয়ে কিছু প্রশ্ন , ৮০% ছেলেরা আর ২০% মেয়েরা এই সমস্যায় ভোগে। আজ বয়স ২০। বাসায় প্রশ্ন আসে আমার কোনো যোগ্যতা নেই আমার পিছনে টাকা দেওয়া হয়েছে শুধু শুধু লেখাপড়ার পিছনে।এক্ষেত্রে আমার প্রশ্ন বাকি ১৩লক্ষ শিক্ষার্থী দের ও ত টাকা দিয়েই পড়ালেখা করা হয়েছে,প্রতিনিয়ত একজন ছেলের কাছে এমন প্রশ্ন আসে।তো আমার প্রশ্ন হলো আমার বয়স টা এ সমাজের বিজ্ঞ জন যারা এ মন্তব্য করেন আমার বয়সে তারা কেমন ছিলেন।আজ ত #মেডিক্যাল#বুয়েট ট্যাগ লাগলেই একজন কে এ সমাজ শিক্ষিত ও উচু শ্রেণীতে বসিয়ে দেন।কেউ কি জানতে চান আমি আদর্শ মানুষ হলাম কিনা? আরে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে যদি দুদকের জিজ্ঞাসাবাদের স্বীকার ই হতে হয় তাহলে কেন সেই ট্যাগ এর মূল্য? দোষ কাকে দিবো? কলেজ শেষে রেজাল্ট এর কথা জিজ্ঞেস করা হয় কিছুদিন এর পর এক প্রশ্ন বারবার কই চান্স পেলাম?মেডিকেল নাকি বুয়েট নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়? কেন ? এ সকল ট্যাগ নেই মানে আমি মানুষ না? পাশের বাসার আন্টি এলাকার বিজ্ঞ জনের প্রশ্নের সম্মুখীন হতে হয় মা-বাবার আবার আমারো। কেনো? এসব প্রতিষ্ঠানের ট্যাগ লাগানো সার্টিফিকেট ছাড়া সমাজে আমরা গ্রহণ যোগ্যতা পাবো না? কোথাও চান্স না হলে ছুড়ে ফেলে দেয় এই সমাজব্যাবস্থা তারপর পরিবার থেকেও আসে চাপ। বাহ কি বিচার আপনাদের? সেই আমি এই সকল প্রশ্নে জর্জরিত হয়ে যে মানসিক ভাবে দিনে দিনে মরে যাচ্ছি সে খোজ কে রেখেছে? কিছু কিছু ত আর এই অপমান অবহেলা সহ্য করতে না পেরে পাড়ি জমায় পরপারে। তখন সেই তথাকথিত বিজ্ঞ জনেরা আমার নিথর দেহ দেখে বাবা-মা কে সান্তনা দেওয়ার জনয আসেন এসে আদর্শের বাণী শোনান। কেন? এই এতো সুন্দর আয়োজন? সমাজের এসব প্রশ্নের উত্তর দিতে না পেরে অনেক বাবা-মা ও বিদায় নেন দুনিয়া ছেড়ে। কেন এ সমাজ ব্যাবস্থা এমন? প্রত্যেক মানুষের ভিতর ই ত আলাদা গুন আল্লাহ দিয়েছেন সেটা কেন প্রকাশ করতে দিচ্ছেন না? উদাহরণ টানলে অনেক টানা যায়।সমাজবিজ্ঞানীদের কাছে প্রশ্ন ,”তথাকথিত নামজাদা প্রতিষ্ঠানের ট্যাগ ছাড়া কি সফলতা পাওয়া সম্ভব নয়?”
কেন আমাদের প্রতিনিয়ত বিভ্রান্তিকর প্রশ্ন আর আজে বাজে ট্যাগ লাগিয়ে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন? ভেবে দেখুন ত যদি একটু সহানুভূতি বা সাপোর্ট দিতেন এই সমাজ সংষ্কার এর জন্য কি কিছুই পারতাম না করতে? এখন কেউ বলবেন কেউ কেউ কেন অই সকল কথা কানে নিবো? এক্ষত্রে উত্তর হলো বাস করি এ সমাজেই,তো যদি মানসিক ভাবে আমি সুস্থ যদি না ই থাকি এ সমাজের কারণে সফল কিভাবে হবো? বাবা-মা কে এসে বিজ্ঞ জনেরা বলেন আমি নষ্ট হয়ে গেছি কিন্তু একবার ভেবে দেখেছেন? এ প্রশ্ন যে বিবেচনা ছাড়া যে করেন, ঠিক আপনাকে যদি করা হয় ? #পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষের জীবনেও একটি কষ্টকর অতীত আছে।সব বাজে পরিস্থিতি ত আপনারাই সৃষ্টি করছেন। এসব বাজে মন্তব্য না করে যদি একটু সাপোর্ট দিতেন ,উপদেশ দিতেন তাহলে আমার পরপারে পাড়ি জমাতেও হতো না #নষ্ট ছেলে র ট্যাগ ও পেতে হতো না আমাকে।
#ক্ষমা_চাচ্ছি দয়া করে এগুলো বন্ধ করুন।বেচে যাবে অনেক প্রাণ,কোনো ছেলে নেশা গ্রস্থ ও হবে না। “পৃথিবীতে সবচেয়ে সহজ কাজ মুখের ভালো দুটো কথা দিয়ে কাওকে সঠিক পথে আনা>এটুকু করুন অন্তত? সত্যি বেচে যাবে অনেক প্রতিভাবান প্রাণ।

ইতি

এ_সমাজের_পরিস্থিতির স্বীকার কোনো এক সন্তান।

মেহরাজ অমি

বাংলাদেশ সময়: ১২:৩৫:৪৪   ৭৭১ বার পঠিত   #  #  #  #