বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২০

চীন-যুক্তরাষ্ট্রের উত্তেজনা এখন সাধারণ পরিষদেও

Home Page » এক্সক্লুসিভ » চীন-যুক্তরাষ্ট্রের উত্তেজনা এখন সাধারণ পরিষদেও
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২০



সংগৃহীত ছবি-জাতিসঙ্ঘ     স্বপন চক্রবর্তী, বঙ্গ-নিউজ:চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটা বাগযুদ্ধ চলে আসছিল। বিশেষ করে কোভিড-১৯ কে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র একতরফা ভাবে চীনকে দায়ী করে আসছিল। চীনই এর উদ্ভাবক এবং সে দেশের একটি ল্যাবে এটা তৈরী হয়েছে।   যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বজুড়ে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার জন্য চীনকে দায়ী করে বক্তব্য দেওয়ায় দেশ দুটির মধ্যকার চলমান উত্তেজনা জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনেও আলোচনার কেন্দ্রে এসেছে।

এই বৈশ্বিক মহামারীর জন্য চীনের ‘জবাবদিহি’ চেয়েছেন ট্রাম্প। পক্ষান্তরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তার ভাষণে বলেছেন, অন্য কোনো দেশের সঙ্গে স্নায়ু যুদ্ধে যাওয়ার কোনো ইচ্ছা তার দেশের নেই।

করোনাভাইরাসসহ বেশ কয়েকটি বিষয় নিয়ে এই দুই বিশ্বশক্তির মধ্যে বিরোধ চলছে।

মহামারীর মধ্যে এ বছর নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন মূলত ভার্চুয়ালি অনুষ্ঠিত হচ্ছে। বিশ্ব নেতারা আগে রেকর্ড করা বক্তব্য সরবরাহ করছেন।

প্রতিটি সদস্য দেশের মাত্র একজন করে প্রতিনিধি অধিবেশনে তার দেশের প্রতিনিধিত্ব করায় কোনো একটি দেশের সঙ্গে অন্য একটি দেশের বাকযুদ্ধের সীমিত সুযোগ রয়েছে।

তবে বরাবরের মতো অধিবেশনে ভাষণে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প নিজের অর্জনগুলো জোরের সঙ্গে তুলে ধরার পাশাপাশি তার প্রতিপক্ষের বিরুদ্ধে বিষোদগার করেছেন।

“আমাদের অবশ্যই সেই জাতিকে জবাবদিহি করতে হবে, যারা বিশ্বে এই মহামারী ছড়িয়ে দিয়েছে- চীন,” বলেন তিনি।

চীনের বিরুদ্ধে এই অবস্থানের পক্ষে যুক্তি দিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, “ভাইরাসের শুরুর দিকের দিনগুলোতে চীন দেশের মধ্যে ভ্রমণ বন্ধ করে দিয়েছে, অপরদিকে চীন ত্যাগ এবং বিশ্বকে সংক্রমিত করতে ফ্লাইট চালু রেখেছে।

এমনকি চীন যখন অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল এবং নাগরিকদের ঘরে আটকে দিয়েছে তখনও তারা তাদের দেশে আমার ভ্রমণ নিষেধাজ্ঞার সমালোচনা করেছে।”মঙ্গলবার প্রকাশিত হতে যাওয়া চীনের প্রেসিডেন্টের ভাষণের কিছু অংশ এরইমধ্যে বাইরে এসেছে, যাতে তাকে যুক্তরাষ্ট্রকে এক চোট নিতে দেখা গেছে।

তিনি বলেন,কোনো দেশের অধিকার নেই বৈশ্বিক বিষয়াবলীকে প্রভাবিত করা, অন্যদের ভাগ্য নিয়ন্ত্রণ বা শুধু নিজের উন্নয়নের জন্য সুবিধা নেওয়ার।

যুক্তরাষ্ট্রে নির্বাচন সামনে রেখে করোনাভাইরাস মোকাবেলা নিয়ে ট্রাম্প নিজেও পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছেন। এর মধ্যে আগেও বেশ কয়েকবার তিনি বেইজিংয়ের বিরুদ্ধে ভাইরাস সম্পর্কিত তথ্য গোপনের অভিযোগ তুলেছেন। চীন চাইলে এই রোগ ছড়িয়ে পড়া ঠেকাতে পারত বলে অভিযোগ করছেন তিনি।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মঙ্গলবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভার্চুয়ালি ভাষণ দেন।  যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের পরে বক্তব্য দিতে যাওয়া চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ‘সভ্যতার সংঘাতের’ ঝুঁকির বিষয়ে সতর্ক করেছেন।

আলোচনা ও সমঝোতার ভিত্তিতে অন্যদের সঙ্গে মতভিন্নতা ও বিতর্কের অবসানের চেষ্টা চালিয়ে যাওয়ার কথা বলেছেন তিনি।

বাংলাদেশ সময়: ১০:২৮:৫৩   ৬০৬ বার পঠিত   #  #  #  #  #