সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২০

ছাতা- গুলশান আরা রুবী

Home Page » সাহিত্য » ছাতা- গুলশান আরা রুবী
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২০



গুলশান আরা রুবী

তোমার হাতের ছাতা দখিনা হাওয়ায় উড়িয়ে নিলে,নীল আকাশের জ্যোৎস্না রাতে  দিও আমায় বলে ।

ভালোবাসি তোমায় বন্ধু রেখো অন্তর ধরে ।

তোমার সাথে রেখো আমায় বন্ধু বলে সাথে,

নিঘুর ঘুমে স্বপ্ন দেখবো কৌমুদী ভরা রাতে ।

তোমার আউলা কেশে পাগল বেশে করছো আমায় পাগল ,

ভালোবাসা দিও আমায় বন্ধু তুমি আওল ।

দুই জন মিলে সাগর কূলে পা ধুলিবো একই সাথে,

মনের কথা বলবো আমি দিন বা হোক রাতে ।

খুঁজে পাবে না জগৎ মানুষ যাব হারিয়ে তোমার হিয়াতে ,

যতন করে রেখো বন্ধু তোমার হৃদয় জায়গাতে ।

মানবো না যে বারণ আমি আমার কাছে তুমি দামী  ,

চোখ বুঝিলে দেখি স্বপ্ন তুমি আমার স্বামী ।

বাংলাদেশ সময়: ২০:৪৬:০৩   ৯৫১ বার পঠিত   #  #  #