রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২০

ভাঙ্গায় প্রায় ২০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

Home Page » প্রথমপাতা » ভাঙ্গায় প্রায় ২০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২০



উপজেলা মৎস্য কর্মকর্তা দেবলা চক্রবর্তী


ব্যুরো চিফ, ফরিদপুরঃ

ফরিদপুরের ভাঙ্গায় বিপুল পরিমান নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস করা হয়েছে। রোববার দুপুরে উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়ের সামনে জালগুলো পোড়ানো হয়।
জানা যায়, উপজেলার মালীগ্রাম বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা ও তার অফিসের কর্মকর্তা-কর্মচারীরা। আইন ভঙ্গ করে জাল ক্রয়-বিক্রয়ের সময় প্রায় ২০ থেকে ২৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে সেগুলোকে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সুদর্শন শিকদার।
উপজেলা মৎস্য কর্মকর্তা দেবলা চক্রবর্তী বলেন, কারেন্ট জাল আমদানী, রপ্তানী, ক্রয়, বিক্রয়, সংরক্ষন সম্পূর্নরুপে নিষিদ্ধ। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। সেখান থেকে বিপুল পরিমান কারেন্ট জাল জব্দ করা হয়।
তিনি আরও বলেন, জনস্বার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৮:১৭:০২   ৬২৯ বার পঠিত   #  #  #  #