শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২০

আজ কবি ও আধ্যাত্মিক সাধক নায়লা পাইলট এর জন্মদিন

Home Page » Wishing » আজ কবি ও আধ্যাত্মিক সাধক নায়লা পাইলট এর জন্মদিন
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২০



 কবি নায়লা পাইলট

কবি নায়লা পাইলট ১৯৮১ সালের ১৮ই সেপ্টেম্বর দিল্লিতে আকবর বংশে এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পিতার নাম মোঃ মোস্তাকীম খান, মাতার নাম সারওয়ারী খানম। স্বামী এ.এস.এম.কামরুজ্জামান পাইলট। ছোটবেলা থেকেই মূলত তার লেখালেখি শুরু। তার একক কাব্য গ্রন্থ  তৃষ্ণার্ত মন ও ১২ টি যৌথ কাব্য গ্রন্থ  গল্প প্রকাশিত হয় । বাংলাদেশ, ভারত,   নেপালসহ  অনেক দেশ হতে তিনি অনেকগুলো কাব্যরত্ন সম্মাননা পেয়েছেন।  জন্মদিনের শুভেচ্ছাই কবির জন্ম সার্থক হোক ।

বাংলাদেশ সময়: ৯:৩২:৫৭   ৬১৮ বার পঠিত   #  #  #