বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২০
প্রিয় বাবা-মা; ইতি- তোমাদেরই কোনো এক সন্তান - মেহরাজ অমি
Home Page » মুক্তমত » প্রিয় বাবা-মা; ইতি- তোমাদেরই কোনো এক সন্তান - মেহরাজ অমি
প্রিয় বাবা-মা,
একজন সন্তানের জীবনের মূল আশ্রয়স্থল।সেই ছোট বেলা থেকে আজ পর্যন্ত আপনারাই আমাদের বড় করেছেন,বর্তমান সমাজ অনেক আধুনিক এবং উন্নত ঠিক তেমন বর্তমান সমাজের বাবা-মা ও অনেক আধুনিক এবং উন্নত,আজ ৬০% বাবা-মা বিভিন্ন পেশায় যুক্ত থাকেন আর সন্তান এর জন্মদানের সময় মা বছর খানেক এর ছুটি পান তার কর্মক্ষেত্র থেকে এরপর তিনি আবার তার কর্মে ফেরত যান,সেই সন্তানের দায়িত্ব দিনশেষে কোন গৃহ পরিচারিকার হাতে বা অনয কোথাও থাকে। মা কে দিনশেষে সন্তান পাশে পায় কিন্তু মা-বাবা থাকেন ক্লান্ত,এভাবে গেলো ১০বছর। এরপর সন্তানের হাতে দিয়ে দেওয়া হয় “মোবাইল ফোন”।সেই সন্তান যুক্ত হয় ভার্চুয়াল দুনিয়ায়,সেখানে অনেকের সাথে পরিচিত হয় কোনো ক্ষেত্রে সেই পরিচিতি হয় ভালো আবার মন্দ।এই গেলো প্রথম ধাপ।
এখন প্রশ্ন গত ১০ বছরে সেই কর্ম ব্যাস্ত বাবা-মা কে পাশে পাওয়া গেছে? যে এক সন্তান তার কথা বার্তা শেয়ার করবে? সামাজিকীকরণের প্রথম ধাপ টাই ত একা কাটিয়ে দিলো সন্তান।এর পর সন্তানের বয়স ১৬/১৭ হতেই বাবা-মা জানতে পারে সন্তান বাজে সঙ্গে পড়ে গেছে।অমুক খারাপ পরিস্থিতিতে পড়েছে কেউ কেউ বিভিন্ন সম্পর্কে জড়িয়ে যায় কেউ ধোকা খায়।কই? বাবা-মা সে খবর রাখেন? কোনো কোনো সন্তান নিজের জীবন ই ত শেষ করে দেয়।কেননা জীবনের যে গড়ে উঠার প্রথম ধাপে বাবা-মা কেই পায় নি সে।তাহলে কি এই বাবা-মা কে দোষারোপ করা হচ্ছে? নাহ। কারণ এখানে দোষ কারোর ই নাহ।সবাই ত ব্যাস্ত সমাজে নিজেকে কিভাবে উপস্থাপন করবে এই ভেবে। তো ২য় প্রশ্ন হলো যে উপস্থাপন একটা আদর্শ মানুষ হিসাবে সন্তানকে গড়ে তুলতে পারলো না সে উপস্থাপনের কি মূল্য?
২য় ধাপে আসি। বাবা-মা তাদের ইচ্ছা গুলো সন্তানের উপর চাপিয়ে দেন।ভালো কথা। একটা বার জানতে চান? যে দিকে সন্তানকে এগিয়ে দিচ্ছেন ধাক্কা দিয়ে সে রাস্তায় আপনার সন্তান হাটতে পারবে কিনা? ছোট এক উদাহরণঃ আমি চা খেতে ভালোবাসিনা তো আমি এই জিনিস টা কাওকে বানিয়ে দিতে গেলে আমি কি পারবো?অবশ্যই নাহ।কারণ কাজ টা আমিই যে ভালোবাসিনা। প্রিয় (বাবা-মা/আম্মু/আব্বু) একটু ভেবে দেখবেন আসলেই যদি যে যে কাজে পারদর্শী তাকে সে কাজে এগিয়ে দিতে সাহায্য করলে সে আগাবে না? আজ সেই আমিই আপনাদের ইচ্ছা রাখতে গিয়ে ব্যার্থ হয়ে যদি নিজেকে শেষ করি তাও ত মেনে নিতে পারবেন না । আফসোস করবেন ,তাহলে দিন না একটু সময়,দেখুন কি চাই আমি/আমরা?
কিছু প্রশ্ন রেখে গেলাম শুধু কোনো দোষারোপ নয়।অনেক ভালোবাসি আপনাদের#আম্মু-আব্বু।
একটু না হয় দিলেন সময় বুঝুন আমি কি চাই ,একটু কিছুক্ষণের জন্য ভূলে যান পাশের বাসায় কি হলো কার ছেলে-মেয়ে কি করলো।দেখুন আমিও/আমরাও পারি আআদের মেধা বা যোগ্যতা দিয়ে সমাজের অনেক বড় জায়গাতে আপনাদের নিতে।
#একটু_সহায়তা_চাই_শুধু
#প্রিয়_আম্মু-আব্বু
(নেপোলিওয়ন ত বলেছিলেন আমাকে শিক্ষিত মা দাও আমি একটি শিক্ষিত জাতি দিবো) এখানে তথাকথিত সমাজের শিক্ষিত ট্যাগ এর সার্টিফিকেট না একজন আদর্শ মানুষ হতে দিন,একদিন এমন ভালো কিছু করে দেখাবো যে হতাশ হবেন নাহ।
ইতি,
আপনাদের ই কোনো এক সন্তান
বাংলাদেশ সময়: ০:১২:০৯ ১০৩৪ বার পঠিত #ইতি #চিঠি #ঠিক #বাবা #মা #সন্তান