বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২০
ধর্মপাশায় ৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার দুই
Home Page » সারাদেশ » ধর্মপাশায় ৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার দুই
স্টাফ রিপোর্টারঃসুনামগঞ্জের ধর্মপাশায় ৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর)
রাত সাড়ে ৮টার দিকে পাইকুরাটি ইউনিয়নের নিজামপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের রূপনগর গ্রামের মৃত আছির আলীর ছেলে নূর আহম্মদ (৩০) ও একই গ্রামের মৃত জাফর আলীর ছেলে বাবুল মিয়ার (২৬)।
সহকারী পুলিশ সুপার (সার্কেল) সুজন চন্দ্র সরকার বলেন, নিজামপুর গ্রামে মাদক বিক্রি করছে এমন সংবাদের ভিত্তিতে এস আই জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একদল পুলিশ সেখানে অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়। তিনি আরো জানান, রাতেই তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।