মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২০

মাটিয়ারবন সীমান্তে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Home Page » সারাদেশ » মাটিয়ারবন সীমান্তে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২০



সীমান্তে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আল-আমিন সালমান,বঙ্গ-নিউজঃসুনামগঞ্জের মধ্যনগর থানার বংশীকুন্ডা (উঃ) ইউনিয়নের সীমান্ত অঞ্চলে অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সুনামগঞ্জ ব্যাটালিয়ান বিজির ২৮  মাটিয়ারবন বিওপির বিজিবির  সদস্যরা।

মাটিয়ারবন বিওপির হাবিলদার মোঃখাইরুল ইসলামের নেতৃত্বে  টহল দল মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে সীমান্ত মেইন পিলার ১১৯০ এর নিকট হতে আনুমানিক ১০০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মধ্যনগর থানার  বংশীকুন্ডা(উঃ) ইউনিয়নের গোলগাঁও বাজার থেকের হতে ১৭ বোতল ভারতীয় মদ, সৌদি রিয়াল-১৬ , মালদ্বীপ রুপি-২০, বাংলাদেশী টাকা-৩০০ টাকা এবং ০১টি ব্যবহৃত মোবাইল ফোনসহ ঐ ইউনিয়নের  মোঃ মনজুরুল হকের ছেলে মোঃ বিল্লাল হোসাইন (২৪) আটক করে।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন(২৮বিজিবি)এর  অধিনায়ক মাকসুদুল আলম নিশ্চিত করে বলেন আটককৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মধ্যনগনর থানায় হস্তান্তর করা হয়েছে।


মধ্যনগর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, বিজিবি থানায় হস্তান্তরের পর গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী বিল্লাল হোসাইনের বিরুদ্ধে মাদকদ্রব্য নির্মূলে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে আদালতে সোর্পদ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১:০১:১৩   ৫৪২ বার পঠিত   #  #  #  #