শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০
আজ সুলেখক ও অভিনেতা স্বপনকুমার চক্রবর্তীর শুভ জন্মদিন ; বঙ্গনিউজ পরিবারের পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা
Home Page » Wishing » আজ সুলেখক ও অভিনেতা স্বপনকুমার চক্রবর্তীর শুভ জন্মদিন ; বঙ্গনিউজ পরিবারের পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা
আজ ২৬শে ভাদ্র সুলেখক ও অভিনেতা স্বপন কুমার চক্রবর্তীর জন্মদিন । বঙ্গনিউজ সম্পাদক প্রফেসর লুৎফর রহমান জয় তাকে এই পরিবারের পক্ষ থেকে সামাজিক দুরূত্ব বজায় রেখে সম্মান ও শুভেচ্ছা জানান । তিনি স্বপন চক্রবর্তীকে নিজের মুখেই তার জন্মের কথা জানতে চাইলে তিনি জানান ঃ
আমার জন্ম ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার অন্তর্গত মাকড়ঝাপ গ্রামে। বাংলা ২৬ শে ভাদ্র। সার্টিফিকেট অনুযায়ী কিছু দিনের ব্যাবধান। তারপরও হুবহু তারিখটি মিল রাখা যায়নি। নতুন বাংলাদেশ পঞ্জিকা ( যা দুইবার সংশোধিত) মতে প্রায় দুইদিন কম হয়। কারণ নতুন পঞ্জিকা প্রবর্তিত হবার আগেই আমার জন্ম এবং আমার মাও এই পূর্বের দিনটাকে স্মরণ করতেন। সেই উল্লিখিত গ্রামে নিবাস এখন নেই। পড়ে ময়মনসিংহ শহরে নিজ বাসায় বড় হয়েছি। লেখা-পড়াও গ্রামের “সুঠিয়া ফ্রি প্রাইমারী স্কুলে। সেই স্কুলে আমার পিতা ছিলেন প্রধান শিক্ষক। ঘটনা চক্রে হাই স্কুলে গিয়ে আমাকে মুক্তাগাছা জমিদার বাড়ির প্রতিষ্ঠিত রাম কিশোর উচ্চ বিদ্যালয়ে এবং পরে ময়মনসিংহের মৃত্যুন্জয় স্কুলে পড়াশোনা। সেখান থেকে হাতীবান্ধা আলীমুদ্দীন ডিগ্রি কলেজে। সেখানেও ডিগ্রী অসমাপ্ত থাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও পড়ে ঢাকার শান্তমারিয়ম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি হতে মাস্টার্স সম্পন্ন করি । চাকুরি শুরু করি অগ্রণী ব্যাংকে। ঢাকা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ কয়েকটি কর্পোরেট শাখাসহ প্রধান কার্যালয়ে গিয়ে চাকুরি জীবনের পরিসমাপ্তি ঘটে। অবসরকালীন পর্যন্ত মোট ৩৪ বছর চাকরি জীবন শেষ করি। তখন আমার পদবি ছিলো সিনিয়র প্রিন্সিপাল অফিসার। অবসর কালীন সময়ে আমি সৌখিন সাংবাদিকতা করি সনামধন্য অনলাইন পেপার বঙ্গনিউজে।
বাংলাদেশ সময়: ২৩:৫২:০৫ ৬৩৬ বার পঠিত #জন্মদিন #স্বপনকুমার চক্রবর্তী