বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২০

ঝিনাইদহে নিজ ঘর থেকে হিজড়ার ঝুলন্ত লাস উদ্ধার

Home Page » সারাদেশ » ঝিনাইদহে নিজ ঘর থেকে হিজড়ার ঝুলন্ত লাস উদ্ধার
বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২০



ফাইল ছবি

 জাহিদুল ইসলাম, বঙ্গ-নিউজ প্রতিনিধি

ঝিনাইদহ সদর উপজেলার উদয়পুর গ্রামের নিজ ঘর থেকে কারিশমা (৪০) নামে এক হিজড়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত কারিশমা সদর উপজেলার কাশিমপুর গ্রামের মৃত সুলতান আলীর সন্তান।
স্থানীয়রা জানান, উদয়পুর গ্রামের ওই বাড়িতে কারিশমা একাই থাকতেন। সম্প্রতি অন্যত্র বাড়ি তৈরি করায় শহরের টার্মিনাল এলাকার এক ব্যক্তির কাছে তিনি বাড়িটি বিক্রি জন্য বায়না নিয়েছেন। বুধবার দুপুরে ওই বাড়িতে ক্রেতারা গেলে নিজ ঘরে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।
নিহতের ভাই নুরুন্নবী বলেন, কারিশমাকে ঘরের ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে। বিছানায় বসা অবস্থায় সে ফ্যানের সঙ্গে ঝুলছিল। টাকা ও গহনার কারণে কেউ তাকে হত্যা করেছে।
ঝিনাইদহ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট ছাড়া এটি হত্যা না আত্মহত্যা তা বলা যাচ্ছে না।

বাংলাদেশ সময়: ১৭:১৮:২০   ৬৪৬ বার পঠিত   #  #  #  #