সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২০
রাবি এলামনাই এসোসিয়েশন কুড়িগ্রাম এর আহ্বায়ক কমিটি গঠন।
Home Page » শিক্ষাঙ্গন » রাবি এলামনাই এসোসিয়েশন কুড়িগ্রাম এর আহ্বায়ক কমিটি গঠন।মোন্নাফ হোসাইন নিরব রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি বঙ্গনিউজঃ কুড়িগ্রাম জেলার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের নিয়ে গঠিত হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব কুড়িগ্রাম।
উপদেষ্টা কমিটিতে আহ্বায়ক করা হয়েছে, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এর সহযোগী অধ্যাপক ড. তুহিন ওয়াদুদকে এবং
আহব্বায়ক কমিটিতে সদস্য সচিব করা হয়েছে অগ্রণী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার আতাউর রহমানকে। উক্ত কমিটিতে সদস্য সংখ্যা 35 জন করা হয়েছে।
গত ৬ সেপ্টেম্বর রোজ রবিবার ভার্চুয়াল মিটিংয়ের মাধ্যমে এ কমিটি গঠন করা হয়।
ভার্চুয়াল মিটিংয়ে জানানো হয়, এ এসোসিয়েশনে কুড়িগ্রাম থেকে ইতোপূর্বে যারা রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন শিক্ষাবর্ষে পাশ করেছেন তারা সকলেই এ কমিটির সদস্য হতে পারবেন। উত্তরের এ জেলার আর্থসামাজিক উন্নয়নে কাজ করার লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়েছে। দেশে করোনা পরিস্থিতির উন্নতি হলে আগামী অক্টোবরে কুড়িগ্রামে এলামনাই এসাসিয়েশনের সকলকে নিয়ে বড় পরিসরে সম্মেলনের আয়োজন করা হবে। আহ্বায়ক কমিটি সংগঠনের গঠনতন্ত্র প্রণয়ন করবে এবং পূর্ণাঙ্গ কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করবে। সেই সাথে কমিটির অন্য সদস্যদের নাম প্রকাশ করা হয়।
উক্ত কমিটির অন্যরা হলেন,
১.আহ্বায়ক, ড. তুহিন ওয়াদুদ
সহযোগী অধ্যাপক, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর।
২.যুগ্ম আহ্বায়ক,আবদুল্লাহ মিয়া বাবলু,
ডেপুটি ম্যানেজার, ব্র্যাক।
৩.যুগ্ম আহ্বায়ক,ফারুক হোসাইন,
সহযোগী অধ্যাপক, রাজশাহী বিশ্ববিদ্যালয়।
৪.যুগ্ম আহ্বায়ক,শাহিনুর আলম,
সহযোগী অধ্যাপক, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর।
৫.যুগ্ম আহ্বায়ক,শাহিনুর রহমান কাজল,
সহযোগী অধ্যাপক, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়।
৬.যুগ্ম আহ্বায়ক, মোখলেসুর রহমান মিলন,
সহকারী অধ্যাপক, রাজশাহী বিশ্ববিদ্যালয়।
৭.যুগ্ম আহ্বায়ক,জাহাঙ্গীর আলম,
সিনিয়র সহকারী জজ, বিচার বিভাগ।
৮.যুগ্ম আহ্বায়ক,মোজাম্মেল হক,
পরিদর্শক, বাংলাদেশ পুলিশ ।
৯.যুগ্ম আহ্বায়ক,নাসিরুল হক সুজন,
দক্ষতা উন্নয়ন সমন্বয়কারী , ডানকার্ড এইড বাংলাদেশ ।
১০.যুগ্ম আহ্বায়ক,হাফিজুর রাহমান,
অডিটর।
১১.যুগ্ম আহ্বায়ক (অর্থ- ১),সাইদুর রহমান দুলু ,
গ্রথাগারিক, কুড়িগ্রাম সরকারি কলেজ।
১২.যুগ্ম আহ্বায়ক,মাহাতাব শহীদ,
প্রিঞ্চিপাল অফিসার, অগ্রণী ব্যাংক।
১৩.যুগ্ম আহ্বায়ক (অর্থ-২),আল মামুন সরকার,
প্রভাষক, মিসির আলী খান কলেজ, গাজীপুর।
১৪.যুগ্ম আহ্বায়ক,জিয়াউল হক সরকার,
প্রকাশনা ও তথ্য অফিসার, ডুয়েট
১৫.সদস্য সচিব
এস এম আতাউর রহমান,
প্রিঞ্চিপাল অফিসার, অগ্রণী ব্যাংক
১৬.সদস্য,মোজাহিদুল ইসলাম শাওন,
অফিসার, জনতা ব্যাংক
১৭.সদস্য,জাহাঙ্গীর হোসাইন,
প্রভাষক, উলিপুর এম এস স্কুল এন্ড কলেজ
১৮.সদস্য,নির্মল চন্দ্র সরকার,
প্রভাষক, কালেক্টরেট স্কুল এন্ড কলেজ, কুড়িগ্রাম
১৯.সদস্য,মোস্তাহেদা পারভিন মৌ,
উপজেলা সহকারী শিক্ষা অফিসার
২০.সদস্য,সুজা উদদউলা,
অফিসার, জনতা ব্যাংক
২১.সদস্য,রায়হানুল কবির,
প্রভাষক, রৌমারি কলেজ
২২.সদস্য,রুহুল আমিন,
সিনিয়র অফিসার, রাকাব
২৩.সদস্য,আব্দুল্লাহিল কবির সোহেল,
ট্রাফিক সার্জেন্ট, বাংলাদেশ পুলিশ
২৪.সদস্য,সাদ্দাম হোসেন টিপু,
ট্রাফিক সার্জেন্ট, বাংলাদেশ পুলিশ
২৫.সদস্য,আব্দুর রাজ্জাক,
উপজেলা আনসার ভি ডি পি কর্মকর্তা
২৬.সদস্য,এনামুল হক,
সিনিয়র অফিসার, রুপালী ব্যাংক
২৭.সদস্য,ডঃ এরশাদুল হক,
সহকারী শিক্ষক,ক্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, দিনাজপুর
২৮.সদস্য,মাহবুবুল আলম রিমন,
ব্যবসা, নিজ এলাকা
২৯.সদস্য,মাহবুবুর রাহমান,
অফিসার, ইসলামি ব্যাংক বাংলাদেশ
৩০.সদস্য,উম্মে কুলসুম ঝর্না,
সহকারী শিক্ষক, কুড়িগ্রাম শিশু নিকেতন
৩১.সদস্য,রানা জাহিদ,
প্রভাষক, রংপুর প্রকৌশল মহাবিদ্যালয়
৩২.সদস্য,আবদুল্লাহ আল মামুন উজ্জল,
টেরিটরি অফিসার, ইউনিলিভার বাংলাদেশ
৩৩.সদস্য,সাদ্দাম হোসেন সজিব,
আইনজীবী, ঢাকা
৩৪.সদস্য,মাসুদ রানা,
চাকুরী প্রত্যাশী
৩৫.সদস্য,এম এ আজিজ নয়ন,
ব্যবসা, নিজ এলাকা
আহবায়ক ড. তুহিন ওয়াদুদ বলেন, আগামী ১ বছরের মধ্যে করোনা পরিস্থিতির উন্নতি হলে পুর্নাঙ্গ কমিটির মাধ্যমে সংগঠনকে আরো গতিশীল করব।
সদস্য সচিব আতাউর রহমান বলেন, অবহেলিত জনগোষ্ঠীকে এগিয়ে নিতে শিক্ষিত জনসমষ্টির এ প্রয়াস সকলের সহযোগীতায় আরো এগিয়ে যাবে।
বাংলাদেশ সময়: ১৮:০৪:৪১ ৯৪৪ বার পঠিত # #এলামনাই #রাজশাহী বিশ্ববিদ্যালয় #রাবি