সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২০

সুয়ারেজ-বার্সা সম্পর্কের ইতি, ৩ বছরের চুক্তিতে নতুন ঠিকানা জুভেন্টাস।

Home Page » খেলা » সুয়ারেজ-বার্সা সম্পর্কের ইতি, ৩ বছরের চুক্তিতে নতুন ঠিকানা জুভেন্টাস।
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২০



বার্সার জার্সিতে আর দেখা যাবেনা সুয়ারেজকে

ইনাম মাহমুদ রিমন,প্রতিবেদক,বঙ্গ-নিউজঃ বার্সালোনা ছেড়ে জুভেন্টাসে চলে যাচ্ছেন লুইস সুয়ারেজ। ইতালিয়ান গনমাধ্যমের খবর অনুযায়ী খুব শীগ্রই জুভেন্টাসের জার্সিতে দেখা যাবে তাকে।

কোম্যান বার্সাতে নতুন কোচ হয়ে আসার পরই বেশ কিছু খেলোয়াড়ের ভবিষ্যত নির্ধারণ হয়ে যায়। তাদের মধ্যে কিছু খেলোয়াড়ের বার্সালোনাতে থাকার সময়টা শেষ হয়ে যায়। তাদেরই একজন সুয়ারেজ।

ইতোমধ্যে বার্সালোনা এবং সুয়ারেজের মধ্যে সম্পর্কের টানাপোড়ন শুরু হয়েছে। সেই টানাপোড়নের মধ্যেই জুভেন্টাসে চলে যাচ্ছেন তিনি। গনমাধ্যমের খবর অনুযায়ী, জুভেন্টাসের সঙ্গে তিন বছরের চুক্তি হবে সুয়ারেজের। তার বেতন হবে ১০ মিলিয়ন ইউরো।

বাংলাদেশ সময়: ৮:৪০:২৮   ৫৯৭ বার পঠিত   #  #  #  #