রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২০

রাবি’র নতুন সহকারী প্রক্টর হলেন এবিএম সারোয়ার আলম

Home Page » শিক্ষাঙ্গন » রাবি’র নতুন সহকারী প্রক্টর হলেন এবিএম সারোয়ার আলম
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২০



 এবিএম সারোয়ার আলম

মোন্নাফ হোসাইন নিরব, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি বঙ্গনিউজঃ  রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নতুন সহকারী প্রক্টরের দায়িত্ব পেয়েছেন ইসলামিক স্টাডিজ বিভাগের এবিএম সারোয়ার আলম।
আজ রবিবার সকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক এম এ বারী স্বাক্ষরিত একটি আদেশে আগামী তিন বছরের জন্য দু’জনকে সহকারী প্রক্টর পদে নিয়োগ দেওয়া হয়। তাদের একজন ইসলামিক স্টাডিজ বিভাগের এবিএম সারোয়ার আলম।
অন্যজন,ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আরিফুর রহমান।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক আবু সাঈদ মো. নাজমুল হায়দার ও ইসলামের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মো. রবিউল ইসলামের মেয়াদ শেষ হওয়ায় তাদের স্থলে দু’জনকে নিয়োগ দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক দুই সহকারী প্রক্টরের মেয়াদ পূর্ণ হয়েছে। এই দু’জনের স্থলে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আরিফুর রহমান ও ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক আবুল বাশার মো. সারোয়ার আলমকে আগামী তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হলো। রবিবার দুপুরের দিকে এই দুই শিক্ষক তাদের পদে যোগদান করেন।

বাংলাদেশ সময়: ২১:০৩:০৪   ৮৮০ বার পঠিত   #  #  #  #