রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২০

মধ্যনগরের সাবেক চেয়ারম্যান শাহাবুদ্দীন ফারুকীর ২১তম মৃত্যুবার্ষিকী আজ

Home Page » সারাদেশ » মধ্যনগরের সাবেক চেয়ারম্যান শাহাবুদ্দীন ফারুকীর ২১তম মৃত্যুবার্ষিকী আজ
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২০



---ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাবুদ্দিন ফারুকীর ২১তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার বাদ আসর মধ্যনগর হাফিজিয়া মাদ্রাসায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মধ্যনগর ইউনিয়নের ফারুকনগর গ্রামের বাসিন্দা শাহাবুদ্দিন ফারুকী ১৯৭৭ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত মধ্যনগর ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৯৯ সালের ৬ সেপ্টেম্বর বাধ্যর্কজনিত কারণে মৃত্যুবরণ করেন। তিনি এশিয়ান টিলিভিশন এর ধর্মপাশা উপজেলা প্রতিনিধি মো. আতিক ফারুকীর বাবা।

বাংলাদেশ সময়: ১৯:২৩:৩০   ৫৮৪ বার পঠিত