শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২০

শেখ মুজিব লেখক ইয়াকুব নাদিম আল নুর

Home Page » আজকের সকল পত্রিকা » শেখ মুজিব লেখক ইয়াকুব নাদিম আল নুর
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২০



                 ---

শেখ মুজিব

ইয়াকুব নাদিম আল নুর

বঙ্গ বন্ধু শেখ মুজিব,

সবার আপোন জন।

স্বাধীনতা লাভের জন্য তিনী করেন পন।

হাজারো ফুলের হাজারো সৌরভ,

লক্ষ জনতার তিনিই গৌরব।

মানুষের মাঝে মানুষের ভিরে,

আছেন তিনি চির অমর হয়ে।

মাতৃভাষা ফুটলো হাসি,

শেখ মুজিব কে ভালোবাসি।

শেখ মুজিব শেখ মুজিব,

সে যে বাংলাদেশের আলোর  প্রদীপ।

জয় বাংলা জয় বাংলা জয় বাংলা,

বঙ্গবন্ধু শেখ মুজিবের জয় বাংলা।

মুজিব বলেন সব শেষে ইনশাআল্লাহ,

বাংলাদেশ স্বাধীন হলো মাশাআল্লাহ।

ইয়াকুব নাদিম আল নুর

বাংলাদেশ সময়: ১৯:২৯:৪০   ৬৯২ বার পঠিত   #  #  #