বুধবার, ২ সেপ্টেম্বর ২০২০
প্রণব মুখার্জির মৃত্যুতে আজকে একদিনের জাতীয় শোক পালন করছে বাংলাদেশ।
Home Page » জাতীয় » প্রণব মুখার্জির মৃত্যুতে আজকে একদিনের জাতীয় শোক পালন করছে বাংলাদেশ।ইনাম মাহমুদ রিমন,প্রতিবেদক,বঙ্গ-নিউজঃ ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে একদিনের রাষ্ট্রীয় শোক পালন করছে বাংলাদেশ। বাংলাদেশ সরকারের তরফে থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, প্রণব মুখোপাধ্যায়ের সম্মানে বুধবার (২ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় শোকদিবস পালন করা হবে। অর্ধনমিত থাকবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় পতাকা। গত সোমবার (৩১ আগস্ট) রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী সংবাদমাধ্যমের কাছে সরকারি এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
শোক প্রকাশ করতে গিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে আপনজন হারাল বাংলাদেশ।’ প্রণববাবুর সঙ্গে বঙ্গবন্ধু পরিবার ও তাঁর ব্যক্তিগত বহু স্মৃতির কথা সোমবার স্মরণ করেন শেখ হাসিনা।
শোকবার্তায় হাসিনা বলেন, ‘বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে একজন রাজনীতিবিদ ও আমাদের পরম সুহৃদ হিসেবে প্রণব মুখোপাধ্যায়ের অনন্য অবদান কখনও বিস্মৃত হওয়ার নয়। আমি সবসময় মুক্তিযুদ্ধে তাঁর অসামান্য অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি।’
বাংলাদেশের প্রধানমন্ত্রী জানান, ১৯৭৫ সালের ১৫ অগস্ট ‘জাতির পিতা’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর ভারতে নির্বাসিত থাকাকালীন প্রণব মুখোপাধ্যায় আমাদের সবসময় সহযোগিতা করেছেন। এমন দুঃসময়ে তিনি আমার পরিবারের খোঁজখবর রাখতেন। যে কোনও প্রয়োজনে তিনি পাশে এসে দাঁড়িয়েছেন। দেশে ফেরার পরেও প্রণব মুখোপাধ্যায় সহযোগিতা করেছেন। উৎসাহ দিয়েছেন। আবার সংকটে পড়লে তিনি সাহস জুগিয়েছেন। তিনি আমাদের অভিভাবক ও পারিবারিক বন্ধু।
বাংলাদেশ সময়: ১৩:১৬:৩১ ৫৮৩ বার পঠিত #জাতীয় শোক #প্রণব মুখার্জি #বাংলাদেশ #মৃত্যু