বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২০

“জাককানইবি”তে জাতীয় কবির মৃত্যুবার্ষিকী পালিত

Home Page » প্রথমপাতা » “জাককানইবি”তে জাতীয় কবির মৃত্যুবার্ষিকী পালিত
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২০



ছবি-সৌরভ বর্মন গৌতম      সৌরভ বর্মণ গৌতম,বঙ্গ-নিউজ: স্বাস্থ্যবিধি মেনে জাককানইবি জাতীয় কবির মৃত্যুবার্ষিকী পালিত হলো। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি)-এর প্রশাসনিক ভবনের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন । এরপর শিক্ষক সমিতি, কর্মকর্তা পরিষদ, কর্মচারী সমিতি, জাককানইবি শাখা ছাত্রলীগসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান, কলা অনুষদের ডিন প্রফেসর ড. মো. সাহাবউদ্দিন, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. মোসাম্মৎ জান্নাতুল ফেরদৌস, রেজিস্ট্রার কৃষিবীদ ড. মো. হুমায়ুন কবীর, পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) ড. মো. সুজন আলী, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. শাহজাদা আহসান হাবীব, কর্মকর্তা পরিষদের সভাপতি মো. জোবায়ের হোসেন, সাধারণ সম্পাদক মো. জাকিবুল হাসান, কর্মচারী সমিতির সভাপতি জুনায়েদ কবির, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বাদ জোহর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া দিবসটি উপলক্ষে সকালে কেন্দ্রীয় মসজিদে পবিত্র কোরআন খতম করা হয়। করোনা মহামারির কারণে সংক্ষিপ্তাকারে দিবসটি পালন করা হয়। তবে আগামী ৩১ আগস্ট অনলাইনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
বি. দ্র.: উল্লিখিত সকল কার্যক্রম করোনা মহামারীর কারণে স্বাস্থ্যবিধি মেনে পালন করা হয়।

বাংলাদেশ সময়: ২০:১৫:৪০   ৫৬০ বার পঠিত   #  #  #  #  #