বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২০

মধ্যনগরে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

Home Page » সারাদেশ » মধ্যনগরে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২০



---সুনামগঞ্জের মধ্যনগরে গতকাল   মাদক মামলার  সাজাপ্রাপ্ত আসামীকে  ঢাকায়  গ্রেফতার করা হয়েছে ।

নরসিংদীর জেলার  শিবপুর থানায় ১০পুর্বে  দায়েরকৃত একটি মাদক  মামলায় মধ্যনগর থানার বংশীকুন্ডা (উঃ) ইউনিয়নের বাকাতলা গ্রামের

মৃত জহুরুল ইসলাম (ফালু মিয়া)’র  ছেলে দেলুয়ার হোসেন ওরফে দিলদার (৪০) কে মধ্যনগর থানা পুলিশের একটি  বিশেষ দলের অভিযানে ডিমএমপির ভাটারা থানার সাঈদনগর থেকে গ্রেফতার করা হয়।


মধ্যনগর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান,নরসিংদীর শিবপুর থানায়  দেলুয়ার হোসেন ওরফে দিলদার এর নামে মাদকের মামলা হয়।আদালত তাকে দুবছরের সাজা ও ১০ হাজার টাকা জরিমানা  অনাদায়ে দুই মাসের কারাদণ্ডে দন্ডিত করে।মামলার পর থেকে ছদ্মবেশে পরিবার নিয়ে ঢাকায় ফাড়ি জমিয়ে চায়ের দোকান দিয়ে   জীবিকা নির্বাহ করে।সুনামগঞ্জ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় মধ্যনগর থানা পুলিশের একটি বিশেষ দলের অভিযানে সাজাপ্রাপ্ত আসামী দেলুয়ার কে রাজধানীর ভাটারা থানার সাঈদনগর থেকে  গ্রেফতার করা হয়।  গ্রেফতারের পর  তাকে উচ্চ আদালতে সোপর্দ করা হয়।

বাংলাদেশ সময়: ১৭:৩৩:৩৮   ৫২৩ বার পঠিত