বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২০

ফরিদপুরে শতভাগ বিদ্যুতায়নের আওতাভুক্ত আরও দুই উপজেলা

Home Page » প্রথমপাতা » ফরিদপুরে শতভাগ বিদ্যুতায়নের আওতাভুক্ত আরও দুই উপজেলা
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২০



ভাঙ্গা উপজেলাকে শতভাগ বিদ্যুতায়ন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

জিল্লুর রহমান রাসেল, ফরিদপুর প্রতিনিধিঃ

ফরিদপুরে নতুনকরে আরও দুইটি উপজেলা শতভাগ বিদ্যুতায়নার আওতাভুক্ত হয়েছে। বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফরিদপুরের বোয়ালমারী ও ভাঙ্গা উপজেলাকে শতভাগ বিদ্যুতায়ন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে আরো ছয় উপজেলাকে শতভাগ বিদ্যুতায়ন ঘোষনা করা হয়। সবমিলিয়ে ফরিদপুরের নয়টি উপজেলার মধ্যে আটটি উপজেলা শতভাগ বিদ্যুতায়ন নিশ্চিত হয়েছে।

প্রধানমন্ত্রীর পক্ষে ফরিদপুরে ফলক উন্মোচন করেন জেলা প্রশাসক অতুল সরকার। ফরিদপুর জেলা প্রশাসকের কার্যলয়ের সম্মেলন কক্ষে উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠানে পুলিশ সুপার মো. আলীমুজ্জামান, জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঝর্ণা হাসান, ফরিদপুর পল্লী বিদ্যুত সমিতির জেনারেল ম্যানেজার মো. আবুল হাসানসহ কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন শ্রেনীপেশার মানুষ সামাজিক দুরত্ব বজায় রেখে উপস্থিত ছিলেন।
দুই উপজেলার মধ্যে বোয়ালমারীতে ২৬৭টি গ্রামে এক হাজার তিনশ ৯৮ কিলোমিটার লাইনের মাধ্যমে ৬৮ হাজার তিনশ ৩১টি সংযোগ, ৩০ এমভিএ ক্ষমতার দুটি উপকেন্দ্র রয়েছে যার নির্মান ব্যায় ১৬৭ কোটি ৬৫ লাখ টাকা। আর ভাঙ্গা উপজেলায় ১৫৮ টি গ্রামের ৯০৬.১৮ কিলোমিটার লাইনের মাধ্যমে ৪১ হাজার ৫০২টি সংযোগ, ৩০ এমভিএ ক্ষমতার দুটি উপকেন্দ্র রয়েছে, যার নির্মাণ ব্যায় একশ আট কোটি ৭৪ লাখ টাকা।

বাংলাদেশ সময়: ১৭:২১:৩২   ৫৬৩ বার পঠিত   #  #  #  #