বুধবার, ২৬ আগস্ট ২০২০
হাতীবান্ধায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
Home Page » প্রথমপাতা » হাতীবান্ধায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু সৌরভ বর্মন গৌতম:বুধবার (২৬ আগস্ট) সকাল ১০টায় লালমনিরহাট জেলার হাতীবান্ধায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়। মিশকাত হোসেন নামের এই শিশুটি হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারী গ্রামের ৯নং ওয়ার্ডের সোলায়মান গনির ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে খেলার সাথীদের সাথে খেলতে গিয়ে পুকুরে পড়ে যায় মিশকাত। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে। হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।
সিঙ্গিমারী ইউনিয়ন চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ২০:২৫:২৬ ৫৪৫ বার পঠিত #পানিতে ডুবে মৃত্যু #শিশুর মৃত্যু. #হাতিবান্ধায় ডুবে মৃত্যু