মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২০

সেক্টর কমান্ডার সি আর দত্ত আর নেই: রাষ্ট্রপতির শোক

Home Page » জাতীয় » সেক্টর কমান্ডার সি আর দত্ত আর নেই: রাষ্ট্রপতির শোক
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২০



সংগৃহীত ছবি-রাষ্ট্রপতি ও সি আর দত্ত     স্বপন চক্রবর্তী,বঙ্গ-নিউজ:  মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার মেজর জেনারেল (অব.) সি আর দত্ত, বীর উত্তম আর নেই।  আমেরিকার একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মেজর জেনারেল (অব.) সি আর দত্ত, বীর উত্তম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর।  তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এক শোকবার্তায় সি আর দত্তের বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান রাষ্ট্রপতি।

তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধে মেজর জেনারেল (অব.) সি আর দত্তের ভূমিকা জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে।

২০ আগস্ট নিজ বাসভবনের বাথরুমে পড়ে যান জেনারেল সি আর দত্ত। এতে তার পা ভেঙে যায়। হাসপাতালে তার সফল অপারেশন হলেও শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটতে থাকে।

মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য তিনি বীর উত্তম খেতাবে ভূষিত হন। তিনি সেক্টর কমান্ডার্স ফোরামের সাথে যুক্ত। এছাড়াও বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন সি আর দত্ত।

বাংলাদেশ সময়: ১২:০৭:২৭   ৭০৮ বার পঠিত   #  #  #  #  #