মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২০
ভাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ, তিন জনকে জরিমানা
Home Page » প্রথমপাতা » ভাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ, তিন জনকে জরিমানা
ব্যুরো চিফ, ফরিদপুরঃ
ফরিদপুরের ভাঙ্গায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রায় ৩৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ ও পুড়িয়ে ফেলা হয়েছে। সোমবার দুপুরে ভাঙ্গা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিন ব্যবসায়ীকে জারিমানা করা হয়।
সরেজমিনে, গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গা পৌর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল আমিন। এ সময় আইন ভঙ্গ করে কারেন্ট জাল ক্রয়-বিক্রয়ের দায়ে তিন ব্যবসায়ীকে জরিমানা ও ৩৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভুমি) মোহাম্মদ আল আমিন বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী মৎস্য সংরক্ষণ করার জন্য নিষিদ্ধ কারেন্ট জাল ক্রয়-বিক্রয়ের দায়ে তিন জনকে আটক করে অর্থদন্ড দেওয়া হয়েছে। কারেন্ট জালগুলো পুড়িয়ে ফেলা হয়েছে।
বাংলাদেশ সময়: ০:৪১:০০ ৪৯৯ বার পঠিত #কারেন্ট জাল জব্দ #জারিমানা #ফরিদপুর #ভাঙ্গা