সোমবার, ২৪ আগস্ট ২০২০

ইউপি চেয়ারম্যানের মৃত্যুতে হাতীবান্ধার পাটিকাপাড়ায় শোকের ছায়া

Home Page » সারাদেশ » ইউপি চেয়ারম্যানের মৃত্যুতে হাতীবান্ধার পাটিকাপাড়ায় শোকের ছায়া
সোমবার, ২৪ আগস্ট ২০২০



ফাইল ছবি

সৌরভ বর্মন গৌতম :আজ সোমবার (২৪ আগস্ট) সকালে রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পাটিকাপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শফিউল আলম রোকন মৃত্যু বরণ করেন।(ইন্না লিল্লাহি…রাজিউন)। তার বয়স হয়েছিল ৬৫ বছর।

মরহুমের পারিবারিক সূত্র জানায়, পাটিকাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিউল আলম রোকন দীর্ঘদিন ধরে হৃদযন্ত্রের সমস্যা ভুগছিলেন। ইতোপূর্বে তার হৃদযন্ত্রে অস্ত্রোপচার করে রিং বসানো হয়। এরপর কিছুটা সুস্থতা নিয়ে দায়িত্ব পালন করছেন তিনি।
শনিবার (২২ আগস্ট) হঠাৎ শ্বাসকষ্ট নিয়ে অসুস্থতা অনুভব করলে তাকে রমেক হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা করে করোনা নেগেটিভ আসে তার।সোমবার সকাল সাড়ে ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
চেয়ারম্যান শফিউল আলম রোকন হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সম্পাদক সাবেক চেয়ারম্যান মৃত মজিবর রহমানের ছেলে এবং পাটিকাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের বর্তমান সভাপতি সীমা আক্তারের শ্বশুর। আওয়ামী পরিবারের জনপ্রতিনিধি মৃত্যুকালে স্ত্রী ও চার ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

বাংলাদেশ সময়: ২৩:০৯:০৪   ৬০৬ বার পঠিত