সোমবার, ২৪ আগস্ট ২০২০

‘করোনার মধ্যেই কি এবার বাগদান সেরে ফেললেন রোনালদো?’

Home Page » খেলা » ‘করোনার মধ্যেই কি এবার বাগদান সেরে ফেললেন রোনালদো?’
সোমবার, ২৪ আগস্ট ২০২০



বাগদত্তা জর্জিনার সাথে CR-7

ইনাম মাহমুদ রিমন,প্রতিবেদক,বঙ্গ-নিউজঃ জুভেন্তাসের বিদায়ের সঙ্গে সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগের ঝামেলা তার আগেই শেষ হয়ে গেছে। এই অবসর সময়টা আনন্দে কাটাচ্ছেন পর্তুগিজ সুপারস্টার সিআর সেভেন। এর মাঝেই জল্পনা শুরু হয়েছে যে, বান্ধবী জর্জিনা রদ্রিগেজের সঙ্গে কি তিনি বাগ‌দান সেরে ফেলেছেন? আসলে সি আর সেভেনের বান্ধবীর একটি ইনস্টাগ্রাম পোস্ট থেকে এই জল্পনার সূত্রপাত।

৩৫ বছরের রোনালদো এই মুহূর্তে জর্জিনা ও সন্তানদের নিয়ে ফ্রেঞ্চ রিভেরাতে ৫.৫ মিলিয়ন পাউন্ড মূল্যের প্রমোদতরীতে ছুটি কাটাচ্ছেন। ২৬ বছর বয়সি জর্জিনা শনিবার রোনালদোর সঙ্গে একটি ছবি পোস্ট করে লেখেন ‘ইয়েস;। এর পর থেকেই শুরু হয়ে যায় জল্পনা। দুই বছর আগে রাশিয়ায় বিশ্বকাপ ফুটবল চলাকালীনও রোনালদো-জর্জিনার বাগদান নিয়ে উত্তাল হয়েছিল বিশ্ব।

পর্তুগাল বনাম মরক্কো ম্যাচ দেখতে আসা রোনালদোর সন্তানের মা জর্জিনার আঙুলে জ্বলজ্বল করছিল হিরের আংটি। জর্জিনার এই পোস্ট বাগ‌দানেরই ইঙ্গিত বলে মনে করা হচ্ছে। আন্দ্রেয়া পিরলোর সঙ্গে রোনালদোর রসায়ন নিয়েও আলোচনা শুরু হয়েছে। ২০০৬ বিশ্বকাপে চ্যাম্পিয়ন ইতালির জাতীয় দলের কোচ মার্সেলো লিপ্পি অবশ্য মনে করেন, সি আর সেভেনকে সামলাতে জুভেন্তাসের নতুন ম্যানেজারের কোনো সমস্যা হবে না।

বাংলাদেশ সময়: ২১:১০:০৩   ৫৭৪ বার পঠিত   #  #  #  #