সোমবার, ২৪ আগস্ট ২০২০
ভাঙ্গায় মাছ ধরাকে কেন্দ্র করে দুই সহদর খুন, আটক-৩
Home Page » প্রথমপাতা » ভাঙ্গায় মাছ ধরাকে কেন্দ্র করে দুই সহদর খুন, আটক-৩ ব্যুরো চিফ, ফরিদপুরঃ
ফরিদপুরের ভাঙ্গায় চকে মাছ ধরাকে কেন্দ্র করে শামিম মাতুব্বর (২৫) ও রাকিব মাতুব্বর (১৫) নামে দুই সহদর ভাই খুন হয়েছেন। সোমবার সকালে উপজেলার হাওলী গঙ্গাধরদী গ্রামের এ ঘটনায় তিন জনকে আটক করেছে পুলিশ।
নিহত দুই সহদর উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের হাওলী গঙ্গাধরদী গ্রামের গিয়াস উদ্দিন মাতুব্বরের ছেলে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, রাকিব রোববার বিকেলে চকের পানিতে জাল পাতে। রাতে সদ্দাক মাতুব্বর রাকিবকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালাগালি করে। সকালে সদ্দাক মাতুব্বরের ছেলে জামাল ও আবজাল সংঘবদ্ধ হয়ে রাকিব ও শামিমকে কুপিয়ে জখম করে। এ সময় গুরুতর অবস্থায় তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) গাজী রবিউল ইসলাম ও থানার অফিসার ইনচার্জ মো: শফিকুর রহমান থানার ফোর্স সহ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) গাজী রবিউল ইসলাম সাংবাদিকদের বলেন, খবর পেয়েই আমরা ফোর্স নিয়ে ঘটনাস্থলে আসি। কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। ইতোমধ্যে এ ঘটনায় সম্পৃক্ত তিন জনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধিন রয়েছে।
খবর পেয়ে পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান (পিপিএম) ঘটনাস্থল পরিদর্শণ করেছেন। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮:৫১:৪৯ ৭৭৫ বার পঠিত #আটক #খুন #ফরিদপুর #ভাঙ্গা #সহদর