
রবিবার, ২৩ আগস্ট ২০২০
সরাইলে স্বাস্থ্য সহকারিদের মাঝে ট্যাব বিতরণ
Home Page » বিবিধ » সরাইলে স্বাস্থ্য সহকারিদের মাঝে ট্যাব বিতরণশেখ সিরাজুল ইসলাম, বঙ্গ-নিউজঃগতকাল বিকালে সরাইল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলার স্বাস্থ্য সহকারীদের মাঝে পিডিএ(ট্যাব) বিতরণ করা হয়েছে। স্বাস্থ্যপরিদর্শক আবিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ট্যাব বিতরণ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নোমান মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমটি(ইপিআই) আল আমিন। এ সময় স্বাস্থ্য পরিদর্শক,সহকারি পরিদর্শক ও স্বাস্থ্যসহকারিবৃন্দ উপস্থিত ছিলেন।
ট্যাব হাতে পেয়ে স্বাস্থ্যকর্মীগণ স্বাস্থ্যবিভাগের কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বাংলাদেশ সময়: ১৪:০০:৩৩ ৮৯১ বার পঠিত