মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২০
ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়ি - গুলশান আরা রুবী
Home Page » সাহিত্য » ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়ি - গুলশান আরা রুবীঢাকায় ধানমন্ডির বত্রিশ নম্বরের বাসার সিঁড়ি বেয়ে ঝরেছিলো রক্তপাত,বাংলার জাতির পিতার তাজা খুনে রক্তে ভিজে ছিলো সে প্রাসাদ।
সেই দিনই লেগেছিলো বাংলার বুকে দাউ দাউ করে আগুন, জ্বলছিল,
বুঝেছিলো বাংলার জাতি তার ভয়াবহ অগ্নিনিশান ..
কে দিবে সামাল এবার কে করবে রক্ষণ ,
বাংলার আকাশে লেগেছে অগ্নিকাণ্ড অমাবস্যার গ্রহণ।
একযোগ হয়ে বেঈমান প্রাণসংহার করেছিল বাংলা জাতির
হাজারো মানুষের ভীড়ে ছিলো অমানুষের বিচরণ।
নিঃশব্দে বন্দী আতঙ্কের কারাগারে মত করেছিল আক্রমণ,
অহংকার হিংসা বিদ্বেষে ভরপুর ছিল শয়তানদের মন…
শোষণ মুক্ত প্রতিবাদে ঐক্য হয়েছিলো বাংলার যুবক দল,
বুক ফুলিয়ে করেছিল প্রতিবাদের মিছিল।
প্রতিক্ষণে স্ফীত হয়ে আসছে বন্ধ হয়ে আসছে জনতার নিঃশ্বাস,
অন্তরে দারুণ জ্বালায় জ্বলছে দ্রোহের অনল,
সবাই ভরে আতঙ্ক নিয়ে বসবাস জীবন চলেছে সারাক্ষণ…
বাঙালি জাতি বড় অসহায়,
নীড়হারা পাখির মতো দিশাহীন বিচরণ।
সময়ে সাথে সব কিছুর হয় পরিবর্তন,
এর শেষ কোথায় হবে বল হে ঈশ্বর ,
দেখাও প্রতিদান।
সবাই বলে বাংলাদেশ স্বাধীন দেশ …
আমি বলি আজও কি স্বাধীন এই দেশ…!!
বাংলাদেশ সময়: ১৭:২৪:৩১ ৯০৪ বার পঠিত