মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২০
সরাইলে মেঘনার ভাঙ্গনকবলিত এলাকায় অস্থায়ী তীর রক্ষা কাজের উদ্বোধন
Home Page » বিবিধ » সরাইলে মেঘনার ভাঙ্গনকবলিত এলাকায় অস্থায়ী তীর রক্ষা কাজের উদ্বোধনশেখ সিরাজুল ইসলাম,বঙ্গ-নিউজঃব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের মেঘনাপাড়ের ভাঙ্গনকবলিত পালপাড়া,শাখাইতি, শোলাবাড়ী গ্রামে সহ মেঘনা নদীর বাম তীর ২৫০কেজি জিও ব্যাগ দ্বারা জরুরী অস্থায়ী তীর প্রতিরক্ষামুলক কাজের উদ্বোধন করা হয়েছে।গতকাল সোমবার বিকালে মেঘনাপাড়ে উদ্বোধন করেন সংরক্ষিত আসন ব্রাহ্মণবাড়িয়া-৩১২ এর সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের যুগ্মআহবায়ক উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি আজাদ।উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মো. মুসার সভাপতিত্বে উদ্বোধনী সভায়উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রঞ্জন কুমার দাস।
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু হানিফ,
পানিশ্বর পানিশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দ্বীন ইসলাম। এ সময় স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৭:১১:৪১ ৮২১ বার পঠিত #এলাকাকা #সরাইল #সরাইলে মেঘনার ভাঙ্গনকবলিত