রবিবার, ১৬ আগস্ট ২০২০
ভাঙ্গায় যথাযথ মর্যাদায় পালিত হলো জাতীয় শোক দিবস
Home Page » সর্বশেষ সংবাদ » ভাঙ্গায় যথাযথ মর্যাদায় পালিত হলো জাতীয় শোক দিবস
ব্যুরো চিফ, ফরিদপুরঃ
ফরিদপুরের ভাঙ্গায় ফুলেল শ্রদ্ধা, আলোচনা সভা, শোক র্যালী সহ যথাযথ মর্যাদায় পালিত হলো জাতীয় শোক দিবস। শনিবার দিনব্যাপী বিভিন্ন স্থানে সরকারী ও বেসরকারী সংগঠনগুলো দিবসটি উদযাপন উপলক্ষে ভিন্ন ভিন্ন আয়োজন করে।
জানা যায়, উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড সহ বেশ কয়েকটি সরকারী ও বেসরকারী সংগঠন। পরে সেখানে এক আলোচনা সভা ও কাঙালী ভোজ অনুষ্ঠিত হয়।
এদিকে উপজেলা ও পৌর আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও আওয়ামী লীগের সহযোগী সংগঠন, ১২টি ইউনিয়নের বেশ কয়েকটি এলাকায় আলোচনা সভা ও কাঙালী ভোজের আয়োজন করা হয়। এছাড়াও ভাঙ্গা বাজার বাস ষ্ট্যান্ডে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজী সোবাহান মুন্সির নেতৃত্বে ও পৌরসভার ০৮ নং ওয়ার্ড আওয়ামী লীগ এর উদ্যোগে এক আলোচনা সভা ও কাঙালী ভোজের আয়োজন করা হয়।
বিকালে ভাঙ্গা মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে উপজেলা বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের আয়োজনে জেলা কমিটির সভাপতি ডাঃ ফিরোজ খানের সভাপতিত্বে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এ সময় বক্তব্য রাখেন বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার কেন্দ্রিয় কমিটির প্রচার সম্পাদক এস এম মাহবুবুর রহমান মুরাদ, জেলা কমিটির সহ সভাপতি ডাঃ এস এম ওবায়দুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক তুষার ঘোষ তুহিন, পৌর কমিটির সভাপতি কামরুল ইসলাম মোল্লা, সাধারণ সম্পাদক সজিব মুন্সি, সংগঠনটির নেতা আমিরুল ইসলাম, সাংবাদিক মাসুম আল ইসলাম প্রমূখ। উপজেলা কমিটির সাধারণ সম্পাদক শেখ লাহুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক মামুনুর রশিদ মামুন, ছাত্রলীগ নেতা মোঃ শুভ সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বঙ্গবন্ধু ও তার পরিবার সহ সকল শহীদের স্মরণে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন ও বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
বাংলাদেশ সময়: ০:৫৮:২৮ ৭৯২ বার পঠিত #জাতীয় শোক দিবস #ফরিদপুর #ভাঙ্গা