শনিবার, ১৫ আগস্ট ২০২০

জাতীয় শোক দিবসে-রাধা বল্লভ রায়

Home Page » বিনোদন » জাতীয় শোক দিবসে-রাধা বল্লভ রায়
শনিবার, ১৫ আগস্ট ২০২০



ফাইল ছবি-বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

পনেরো আগষ্ট জাতীয় শোক দিবস
একটি কলঙ্কিত দিন বিদিত জগতে,
জাতীর পিতা বঙ্গবন্ধু
শেখ মুজিবুর রহমান
সপরিবারে নিহত হন
সেদিনের সেই কালরাতে।
কালরাত্রির সেই বিভীষিকা,
নর পশুদের সেই ভয়াল বীভৎস রূপ
কত যে ভয়ংকর,
করিলে কল্পনা
হারিয়ে যায় চেতনা
অসহ্য যাতনা দুঃসহ বেদনা
অন্তর কাঁপে থরথর।
নরপশু যারা করেছিল তারা
হত্যার মহোৎসব এই দিনে,,
তারা ছিল নিষ্ঠুর - নির্মম
নর ঘাতকের দল,
ঘৃণিত তারা নিন্দিত তারা
এই পৃথিবীতে।
আজও শোনা যায়
আকাশে - বাতাসে, বন- বাদাড়ে
মাঠ- প্রান্তরে,নদীর কল তানে,
শিশু রাসেলের বাঁচার করুণ আকুতি,
“মেরনা-মেরনা” আমি মার কাছে যাব
আমাকে যেতে দাও ”
ঘাতকেরা শুনলোনা তাও।
হে মৃত্যুঞ্জয়,
মৃত্যু দিয়ে মৃত্যুকে তুমি
করেছ যে জয়-
তুমি মৃত্যু হীন
রক্তে লেখা নামটি তোমার
লেখা আছে হৃদয়ে সবার
মুছে যাবেনা কোনোদিন।
তুমি পরাধীন জাতীর মুক্তি দাতা
এনেছ দেশের স্বাধীনতা,
হৃদয়ে পেয়েছ ঠাই-
তুমি প্রাতঃস্মরণীয়
চির বরনীয়
তোমাকে শ্রদ্ধা জানাই।

রাধা বল্লভ রায়

১৫-৮-২০২০

বাংলাদেশ সময়: ২১:৩৫:১৫   ৯৬৪ বার পঠিত   #  #  #  #