শনিবার, ১৫ আগস্ট ২০২০
ব্যাঙ ও ইঁদুরের বন্ধুত্ব
Home Page » পড়ালেখা ও সাজেশন্স।। » ব্যাঙ ও ইঁদুরের বন্ধুত্বএকটি ইঁদুর ও একটি ব্যাঙ একটি পানির নালার পাশে এক সাথে বসবাস করত।
একদিন ইঁদুর ব্যাঙকে বললো :ওহে প্রিয় বন্ধু, আমার মন চাচ্ছে যে তোমার সাথে আরো বেশি আন্তরিকতাপূর্ণ সম্পর্ক গড়ে তুলি এবং তোমার সাথে অধিকতর কথাবার্তা বলবো। কিন্তু আফসোস , তুমি অধিকতর সময় পানির মধ্যে অতিবাহিত করো এবং আমি তোমার সাথে পানির ভেতরে যেতে পারি না। যখন ব্যাঙ নিজের বন্ধুর পীড়াপীড়ি দেখল একটি সুতা খুজে বের করে সুতার এক মাথা ইঁদুরের পায়ে এবং অন্য মাথা ব্যাঙের পায়ে বাঁধল। যখন পরস্পরকে দেখার ইচ্ছা পোষণ করবো সুতাটা টান দিয়ে পরস্পরকে সংবাদ দিব। একদিন ইঁদুর নালার পাশে এসে সুতা টান দিয়ে ব্যাঙকে সাক্ষাৎতের আহবান করে,হঠাত ওপর থেকে একটি কাক চোখের নিমিষে ইঁদুরটিকে জমিন থেকে তুলে আকাশে নিয়ে গেল। যেহেতু ব্যাঙের পা টাও সুতার সাথে বাধা ছিল, সংগত কারণে পানি থেকে বেড়িয়ে আসল এবং আসমান ও জমিনের মাঝে ঝুলে ছিল। যখন মানুষ এই বিস্ময়কর দৃশ্যটি দেখল,বিস্ময়ের সাথে প্রশ্ন করলো কাকের কাণ্ড দেখো! কিভাবে পানির মধ্যে গিয়ে ব্যাঙকে শিকার করেছে এবং একইসাথে ইঁদুরের পায়ের সুতাকে ব্যাঙের পায়ের সাথে বেধেছে?!!
তখন আসমান ও জমিনের মাঝে ঝুলে থাকা ব্যাঙটি ফরিয়াদ জানালো, এই শাস্তিটি স্বগোএের বাইরে বা অনুপযুক্ত বন্ধুত্বের ফলাফল।
ফারসি থেকে অনূদিত.
অনুবাদক:সুজন পারভেজ
ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ
ঢাকা বিশ্ববিদ্যালয়।
বাংলাদেশ সময়: ১৮:১৭:৫২ ৬৫৭ বার পঠিত #ব্যাঙ ও ইঁদুরের বন্ধুত্ব