বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২০
মধ্যনগরে ডিজিটাল নিরাপত্তা আইনে ৫ জন গ্রেফতার
Home Page » সারাদেশ » মধ্যনগরে ডিজিটাল নিরাপত্তা আইনে ৫ জন গ্রেফতারস্টাফ রিপোর্টার,বঙ্গ-নিউজঃ সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানার বংশীকুন্ডা (দঃ) ইউনিয়নে মোবাইলে ফোনে ইলেকট্রনিক বিন্যাসে প্রচার ঘটিয়ে ধর্মীয় মূল্যবোধে আঘাত হানায় ডিজিটাল নিরাপত্তা আইনে ৫ জনকে গ্রেফতার করেছে মধ্যনগর থানা পুলিশ।
গ্রেফতারকৃত হলো বাসাউড়া গ্রামের মৃত গোপাল কৃষ্ণ সরকারের ছেলে জয়মনি সরকার (২৮), বিমল সরকারের ছেলে সোহাগ সরকার(১৯),সখিচরণ সরকারের ছেলে নিউটন সরকার (২০),নারায়ন সরকারের ছেলে নয়ন সরকার(২২) ও নিশ্চিন্তপুর গ্রামের তৈয়ব আলীর ছেলে নজির হোসেন (২৪)।
মধ্যনগর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, মোবাইল ফোনে ইলেকট্রনিক বিন্যাসে প্রচার ঘটিয়ে ধর্মীয় মূল্যবোধে আঘাত হানায় ও আইন শৃঙ্খলার অবনতি ঘটানোর দায়ে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৮/৩১/৩৫ ধারায় পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮:৩৩:৪০ ৮৬১ বার পঠিত