সোমবার, ১০ আগস্ট ২০২০
শেষ হলো ভিএসও এলামনাই এসোসিয়েশন বাংলাদেশ বরিশালের আঞ্চলিক কমিটির শপথ গ্রহণ
Home Page » প্রথমপাতা » শেষ হলো ভিএসও এলামনাই এসোসিয়েশন বাংলাদেশ বরিশালের আঞ্চলিক কমিটির শপথ গ্রহণভিএসও এলামনাই এসোসিয়েশন বাংলাদেশের বরিশাল আঞ্চলিক কমিটির শপথ গ্রহণ
বাংলাদেশে তরুণদের স্বেচ্ছাসেবা ও টেকসই সামাজিক উন্নয়ন নিয়ে দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছে যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ভলান্টারি সার্ভিসেস ওভারসিজ (ভিএসও)। সামাজিক উন্ময়নমূলক কাজের এ ধারাকে আরো সুসংগঠিত রাখতে ভিএসও এলামনাই এসোসিয়েশন বাংলাদেশ এর ২০২০-২২ মেয়াদে নবনির্বচিত কার্যনির্বাহী পরিষদের সদস্যদের অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ৯ ই আগস্ট, রবিবার দুপুরে প্রধান অতিথি ভিএসও বাংলাদেশের কান্ট্রি ফান্ড রাইজিং ম্যানেজার সালাহ্উদ্দিন আহমেদর উপস্থিতিতে অনলাইন বিশেষ ভিডিও কনফারেন্সের এর মাধ্যমে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
সম্মানিত নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব প্রাপ্ত জনাব আবু সালেহ্ এবং তাওহীদুর রহমানের সভাপতিত্বে প্রথমে VAAB এর পাঁচটি প্রধান আঞ্চলিক পরিষদের ২৪ টি গুরুত্বপূর্ণ পদের নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করানো হয়। এরপর অনুষ্ঠানের পৃথক অংশে কেন্দ্রীয় পরিষদের নবনির্বাচিত নেতৃবৃন্দকে শপথবাক্য পাঠ করানো হয়।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিএসও বাংলাদেশের কান্ট্রি পিপলস অ্যান্ড অপারেশন্স ম্যানেজার মাহজাবিন ইকবাল, NYEN প্রজেক্ট কো-অর্ডিনেটর মোঃ ফিরোজ আহমেদসহ নবনির্বাচিত কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে নবনির্বাচিত নেতৃবৃন্দরা আর্তমানবতার সেবায় নিজেদের সদা নিয়োজিত রাখবেন বলে প্রতিজ্ঞাবদ্ধ হন। সেইসাথে সমঅধিকার প্রতিষ্ঠার মাধ্যমে একে অন্যের প্রতি সম্মান ও শ্রদ্ধা বজায় রেখে সমাজের শিক্ষার প্রসার, প্রজনন স্বাস্থ্যসেবা, নারী অধিকার, বাল্য বিবাহ রোধ, বৈষম্য দূরীকরণ, কৃষি, পরিবেশ, জলবায়ু, কর্মমুখী দক্ষতা উন্নয়ন ও জরুরি দুর্যোগ মোকাবিলাসহ সমাজ পরিবর্তনে ইতিবাচক ভূমিকা পালন করবেন বলে শপথ নেন।
উল্লেখ্য,গত ৫ই জুলাই, ২০২০ তারিখে ভিএসও এলামনাই এসোসিয়েশন বাংলাদেশ এর তৃতীয় কার্যকরী কমিটির সাধারণ নির্বাচন অনলাইনে অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে জাহিদুল ইসলাম নাইম সভাপতি এবং সাইফুল্লাহ মাহমুদ বরিশাল অঞ্চলের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়।
বাংলাদেশ সময়: ১৫:০১:৪৫ ৫৮০ বার পঠিত #অঞ্চল #বরিশাল #ভিএসএ এলামনাই