শুক্রবার, ৭ আগস্ট ২০২০

ভাঙ্গায় অফিসার ইনচার্জ পেলেন বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সম্মাননা স্মারক

Home Page » প্রথমপাতা » ভাঙ্গায় অফিসার ইনচার্জ পেলেন বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সম্মাননা স্মারক
শুক্রবার, ৭ আগস্ট ২০২০



ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুর রহমান

ব্যুরো চিফ, ফরিদপুরঃ
মহামারী করোনা ভাইরাসের মধ্যে জীবনের মায়া ত্যাগ করে নিষ্ঠার সাথে জনসেবা মূলক কাজ করায় ফরিদপুরের ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুর রহমান পেলেন সম্মাননা স্মারক। বৃহস্পতিবার সন্ধায় থানার অফিসার ইনচার্জের কক্ষে বঙ্গবন্ধু স্মৃতি সংসদের প্রতিনিধি স্মারকটি প্রদান করেন।
জানা যায়, গত ১১ই জুলাই বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদে করোনা উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু স্মৃতি সংসদের উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সভাপতি ও ৭১’র বীর মুক্তিযোদ্ধা কমান্ডার শুধাংশু কুমার সরকার। এ সময় করোনা ভাইরাসের মধ্যে জীবনের মায়া ত্যাগ করে নিষ্ঠার সাথে জনসেবা মূলক কাজ করায় ফরিদপুরের ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুর রহমানকে (জাতিসংঘ শান্তি রক্ষা ও আইজিপি পদক প্রাপ্ত) সম্মাননা স্মারকে মনোনীত করা হয়।

ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুর রহমান
সম্মাননা স্মারকটি প্রদান করায় ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুর রহমান সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

বাংলাদেশ সময়: ৩:০৩:৩১   ১৪৮৯ বার পঠিত   #  #  #  #