শুক্রবার, ৭ আগস্ট ২০২০

কুমিল্লায় সজনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালন।

Home Page » বিনোদন » কুমিল্লায় সজনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালন।
শুক্রবার, ৭ আগস্ট ২০২০



 ---

গত ৪ঠা আগস্ট ২০২০ ইং তারিখে কুমিল্লার তিতাস উপজেলার কালাচান্দকান্দি গ্রামে সমাজের জাগ্রত নাগরিক (সজন) এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।এসময় উপস্থিত ছিলেন সজনের প্রধান উপদেষ্টা হাজী মোঃ নাসির উদ্দীন, মোঃ বাচ্চু মিয়া মেম্বার, মোঃ ময়নল হোসেন,মোঃ বশির আহমেদ, মোঃ মিনার রহমান, সজনের সভাপতি মোঃ আরিফ সরকার, সাধারণ সম্পাদক মোঃ নূরে আলম সহ সংগঠনের অন্যান্য সকল সদস্য ও গ্রামের গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

অত্যন্ত জাকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সকলের বক্তব্য শেষে বেলা ৪.৩০ এ কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এর আগে সম্মানিত ব্যাক্তিবর্গের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।এবছর ‘হিরো অব দ্য সজন’ পদক পান মোঃ বশির আহমেদ, ‘হিরো অব কালাচান্দকান্দি’ পদক পান মোঃ ময়নল হোসেন এবং ‘হিরো অব দ্য সোসাইটি’ বা সজনের সর্বশ্রেষ্ঠ পদক লাভ করেন মোঃ নাসির উদ্দীন।

অনুষ্ঠান শেষে সকল সদস্য ও উপদেষ্টামণ্ডলী মিলে কলাকান্দি বাজারে আনন্দ র‍্যালী উদযাপন করে।

উল্লেখ্য, সজন সমাজসেবামূলক একটি অরাজনৈতিক সংগঠন। বিগত একবছর ধরে এটি অত্র এলাকায় অসহায় ও দুঃস্থদের পাশে থেকে সমাজের কল্যাণমূলক কাজে অংশ নিয়ে মানবতার আলো ছড়িয়ে যাচ্ছে।

---

বাংলাদেশ সময়: ০:২১:১৫   ৯৪২ বার পঠিত   #