বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২০

সিলেট মহানগরে ট্রাফিক সার্জনের গাড়িতে বোমা সদৃশ্য বস্তু

Home Page » সারাদেশ » সিলেট মহানগরে ট্রাফিক সার্জনের গাড়িতে বোমা সদৃশ্য বস্তু
বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২০



বোমার অবস্থান

সিলেট প্রতিনিধিঃ     সিলেট নগরীর চৌহাট্টায় ট্রাফিক সার্জনের মোটরসাইকেলে দৃর্বুত্তদের বোমা সদৃশ্য বস্তু রাখার ঘটনায় র‌্যাব এর একটি বোমা এক্সপার্ট টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। শীঘ্রই উদ্ধার অভিযানের জন্য ঢাকা থেকে বোমা নিস্ক্রিয়করণ স্পেশাল টিম ঘটনাস্থলে আসছে।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন মহানগর পুলিশের উপ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ।

তিনি জানান, ঢাকা থেকে বোম ডিসপোজাল ইউনিট আসার পর উদ্ধার কাজ শুরু হবে।

এর আগে বুধবার (৫ আগস্ট) সন্ধ্যায় চৌহাট্টা এলাকার (পূর্বের পুলিশ চেকপোস্টের সামনে) দাঁড় করিয়ে রাখা আধুনিক মডেলের একটি মোটর সাইকেলে সন্দেহজনক ডিভাইস লাগানো দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। তাৎক্ষণিকভাবে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে এই ডিভাইস দেখে তাদেরও সন্দেহ হয়। পরে জানা যায় হানগর পুলিশের ট্রাফিক সার্জেন্ট চয়ন নাইডুর। বিষয়টি নিশ্চিত করে চয়ন নাইডু বলেন, পালসার মডেলের ব্যবহৃত মোটরসাইকেল নম্বর ঢাকা মেট্রো ১৪-৯২৭০। চৌহাট্টা এলাকা বুধবার (৫ আগস্ট) দায়িত্ব পালন করেন তিনি। ওই সময় তার মোটরসাইকেল সাথে ছিলো। সন্ধ্যার আগ মূহুর্তে তিনি চৌহাট্টা পয়েন্টে মোটরসাইকেল রেখে পার্শ্ববর্তী একটি চশমার দোকানে যান। সেখান থেকে ৭-৮ মিনিটের মধ্যে চশমা ক্রয় করে বেরিয়ে মোটরসাইকেলের পেছন দিকে বোমা সদৃশ্য বস্তু দেখতে পান।
এর পরপরই চৌহাট্টা পয়েন্টসহ আশপাশ এলাকা পুলিশ ঘিরে রাখে। রাত ৯টায় র‌্যাব ও সিআরটির টিম ঘটনাস্থলে যান।

রাত ৯টা ২৫ মিনিটে চৌহাট্টায় এসে পৌছে জায়গাটিকে ফিতা টেনে সীমানা নির্ধারণ করে পুলিশের বোমা নিস্ক্রিয়করণ ইউনিট

তিনি জানান, ঢাকা থেকে বোম ডিসপোজাল ইউনিট আসার পর উদ্ধার কাজ শুরু হবে।

এর আগে বুধবার (৫ আগস্ট) সন্ধ্যায় চৌহাট্টা এলাকার (পূর্বের পুলিশ চেকপোস্টের সামনে) দাঁড় করিয়ে রাখা আধুনিক মডেলের একটি মোটর সাইকেলে সন্দেহজনক ডিভাইস লাগানো দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। তাৎক্ষণিকভাবে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে এই ডিভাইস দেখে তাদেরও সন্দেহ হয়। পরে জানা যায় হানগর পুলিশের ট্রাফিক সার্জেন্ট চয়ন নাইডুর। বিষয়টি নিশ্চিত করে চয়ন নাইডু বলেন, পালসার মডেলের ব্যবহৃত মোটরসাইকেল নম্বর ঢাকা মেট্রো ১৪-৯২৭০। চৌহাট্টা এলাকা বুধবার (৫ আগস্ট) দায়িত্ব পালন করেন তিনি। ওই সময় তার মোটরসাইকেল সাথে ছিলো। সন্ধ্যার আগ মূহুর্তে তিনি চৌহাট্টা পয়েন্টে মোটরসাইকেল রেখে পার্শ্ববর্তী একটি চশমার দোকানে যান। সেখান থেকে ৭-৮ মিনিটের মধ্যে চশমা ক্রয় করে বেরিয়ে মোটরসাইকেলের পেছন দিকে বোমা সদৃশ্য বস্তু দেখতে পান।
এর পরপরই চৌহাট্টা পয়েন্টসহ আশপাশ এলাকা পুলিশ ঘিরে রাখে। রাত ৯টায় র‌্যাব ও সিআরটির টিম ঘটনাস্থলে যান।

রাত ৯টা ২৫ মিনিটে চৌহাট্টায় এসে পৌছে জায়গাটিকে ফিতা টেনে সীমানা নির্ধারণ করে পুলিশের বোমা নিস্ক্রিয়করণ ইউনিট

বাংলাদেশ সময়: ১:৪৭:০২   ৬৩২ বার পঠিত   #  #  #