বুধবার, ৫ আগস্ট ২০২০

–ঃসেকালের গাঁয়ের বিয়েঃ– মোঃ আজিজুল হক

Home Page » বিনোদন » –ঃসেকালের গাঁয়ের বিয়েঃ– মোঃ আজিজুল হক
বুধবার, ৫ আগস্ট ২০২০



মোঃ আজিজুল হক

মাথায় পাগড়ি, হাতে রুমাল-
কাঁধে একখান শাল,
কোথায় আজ হারিয়ে গেল
সেই সে বিয়ের কাল?
নওশা যেতো পালকি চড়ে
বরযাত্রীরা হেঁটে,
সকাল থেকে সাজুগুজু
তবু - দুপুর যেতো কেটে।
আগে বিয়ে হতো-এ বাড়ি ও বাড়ি
বড় জোর এ গ্রাম ও গ্রাম,
যার কারণে পথের কষ্টের
নেইকো ছিল কাম?
আসতো নওশা, বাজতো সানাই
ফুটতো আতসবাজি,
কলা গাছের গেইট বানিয়ে
ছেলে-মেয়েরা — খেতো ডিগবাজি!
বর এসেছে বর এসেছে -
কোথায় গেল কাজী?
কনে -সকাল থেকে বসে আছে
বিয়ের সাজে সাজি!
বিয়ে বাড়ি হৈহৈ, রৈরৈ -
উপঢৌকন নিয়ে হতো কাড়াকাড়ি,
অনেক সময় ভেঙ্গে যেতো
দধি - মিষ্টির হাড়ি।
চিড়ে -পিঠে, পান-সুপারী
চাই যে শীতল পাটি,
দধি- মিষ্টি যাই থাকুক
পাটি ছাড়া বিয়েই হতো মাটি।
সরবত নিয়ে কত লীলা-
হায়রে দিত কত ধোকা?
লবণ- মরিচ খেয়ে বর
বনে যেতো বোকা!
শালা-শালীর নেইকো ঘুম
নেইকো নাওয়া-খাওয়া,
বরের এক পাটি জুতা প্রায়ই
কেমন করে-হয়ে যেতো হাওয়া?
গভীর রাতে স্যাকরা এনে
হতো- সোনা-রূপা যাচাই,
ঘটক মিয়া পান খেয়ে
গাইতো কত সাফাই!
কত কথা- দেন দরবার -
মহরানা আর গেইট নিয়ে,
অনেক সময় সে কারণে
ভেঙে যেতো বিয়ে।
অযথা-ধরাধরি,কষাকষি -
কী যে পেতো ঘোড়ার আন্ডা?
এদিকে -খাবার - দাবার সব কিছু
হয়ে যেতো ঠান্ডা।
শত কথা, শত ঝগড়া -
তা না হলে বিয়ে?
পরে কত কথা শুনতো জামাই
শ্বশুর বাড়ি গিয়ে।
২৫-০৬-২০২০ইং।

প্রতীকি ছবি-পালকী

বাংলাদেশ সময়: ২০:২১:২২   ৯৩০ বার পঠিত   #