বুধবার, ৫ আগস্ট ২০২০

দিনটি ছিল পনেরোই আগস্ট-রাধা বল্লভ রায়

Home Page » বিনোদন » দিনটি ছিল পনেরোই আগস্ট-রাধা বল্লভ রায়
বুধবার, ৫ আগস্ট ২০২০



বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

দিনটি ছিল পনেরোই আগস্ট
বর্ষা নেবে যে বিদায়
শরৎ আগত প্রায়
দাঁড়িয়ে আছে দুয়ারে-
বর্ষাস্নাত প্রকৃতি
নিতেছে প্রস্তুতি
করিবে বরণ তাহারে।
এমন একটি দিনে
বেড়িয়েছিনু দুজনে
করিতে প্রাতঃভ্রমণ
বনের ধারে ধারে
নদীটির পাড়ে পাড়ে
হাঁটছিলাম মোরা দুইজন।
হঠাৎ পড়িল চোখে
অবাক হলেম দেখে
হয়েছে রক্ত-লাল নদীটির জল-
মনেতে সংশয়
বৃথা কেন জাগে ভয়
হতে পারে কোন অমঙ্গল।
মন আনচান
হয়ে সন্দিহান
ফিরেছিলাম আপন ঘরে-
দেখিনু আকুল হয়ে
অন্তর কাঁপে অজানা ভয়ে
রঙ্গন গুলো পড়েছে ঝরে।
ক্ষণকাল পরে
জানিনু বেতারে
“জাতির জনক বঙ্গবন্ধু”
নিহত সপরিবারে-
আকাশে- বাতাসে
কান্না আর কান্না
কান্না ঘরে ঘরে।
মনে পড়লে সেই দিনটি
কাঁদি আর কাঁদি
কাঁদব অনন্তকাল-
সেই দিনটি ছিল
পনেরোই আগস্ট
ঊনিশ শত পঁচাত্তর সাল।

রাধা বল্লভ রায়

বাংলাদেশ সময়: ২০:০৫:২৫   ৬৭৩ বার পঠিত   #  #  #  #