মঙ্গলবার, ৪ আগস্ট ২০২০
ভাঙ্গায় নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ, তিন জনকে ভ্রাম্যমান আদালতে জরিমানা
Home Page » প্রথমপাতা » ভাঙ্গায় নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ, তিন জনকে ভ্রাম্যমান আদালতে জরিমানা
ব্যুরো চিফ, ফরিদপুরঃ
ফরিদপুরের ভাঙ্গায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিপুল পরিমান নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস করা হয়েছে। সোমবার দুপুরে অভিযান চালানোর সময়ে তিন ব্যবসায়ীকে জারিমানা করা হয়।
জানা যায়, দুপুরে ভাঙ্গা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল আমিন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা সহ আনসার-ভিডিপি ও সংবাদ কর্মীরা। আইন ভঙ্গ করে জাল বিক্রির দায়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা দেবালা চক্রবর্তী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ভাঙ্গা বাজারের কয়েকটি দোকানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় বেশ কয়েকটি দোকান থেকে জাল মজুতকারীরা পালিয়ে গেলেও সেখান থেকে বিপুল পরিমান কারেন্ট জাল জব্দ করা হয়। অভিযানকালে তাদের কাছ থেকে প্রায় ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে।
তিনি আরও বলেন, সরকারের ঘোষণা অনুযায়ী মৎস্য সংরক্ষনের জন্য নিষিদ্ধ জালের ব্যবহার রুখতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ কার্যক্রম চালানো হয়েছে এবং এ কর্মকান্ড অব্যাহত থাকবে।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভুমি) মোহাম্মদ আল আমিন বলেন, মৎস্য সংরক্ষণ করার জন্য নিষিদ্ধ কারেন্ট জাল সংরক্ষন ও বিক্রির দায়ে তিন জনকে কারেন্ট জাল সহ আটক করা হয়। পরে তাদেরকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড করা হয়েছে। জালগুলো পোড়ানো হয়েছে।
বাংলাদেশ সময়: ০:১৬:২৪ ৭৯২ বার পঠিত #কারেন্ট জাল #ফরিদপুর #ভাঙ্গা